Advertisment

ন'কোটি টাকার তক্ষকের সূত্র ধরে মিলল বাংলাদেশ, মায়ানমারের যোগ

যাকে নিয়ে এত হইচই, সেই লম্বায় সাত ইঞ্চি আর ২৭৫ গ্রাম ওজনের বিদঘুটে ৯ কোটি টাকার বিরল প্রজাতির তক্ষককে ঘিরে ফারাক্কার ধোসা ঘাট থেকে শুরু করে অর্জুনপুর, বাজার মোড়, সর্বত্রই এক আলোচনা। শেষ পর্যন্ত 'তাঁর' কি পরিণতি হলো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুর্শিদাবাদের ন'কোটির তক্ষক

ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদ করিডোর দিয়ে চীনে ন'কোটি টাকার বিলুপ্ত প্রজাতির তক্ষক পাচার কাণ্ডে কার্যত কান টেনে মাথা আনার চেষ্টা। আপাতত এই বন্য প্রাণী পাচার চক্রের 'কিং পিন'-এর খোঁজে মরিয়া হয়ে উঠেছে মুর্শিদাবাদের পুলিশ। পুরো ঘটনায় তদন্তকারি দলের কাছে ইতিমধ্যেই বন্য প্রাণী পাচারে বাংলাদেশ এবং মায়ানমারের যোগ মিলেছে পুলিশ হেফাজতে  মালদা জেলার কালিয়াচক থানার পশ্চিম কাশচাঁদপুর এলাকার বছর তেইশের যুবক ইসা শেখকে জেরা করে।

Advertisment

সোমবার ছিল জঙ্গিপুর মহকুমা আদালতে ইসার হাজিরার দিন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৪৯বি/৫১ ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কৃষিজাত শস্য রক্ষা করতে গিয়ে বন্যপ্রাণীদের ফাঁদে ফেলার প্রক্রিয়া বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৪৯ বি এবং ৫১ ধারায় শাস্তিযোগ্য।

আরও পড়ুন: ন’কোটি টাকার তক্ষক! আপাতত পুলিশের জিম্মায়

আন্তর্জাতিক বন্য প্রাণী পাচার কাণ্ডে যুক্ত ইসা শেখের আইনজীবী আদালতে জামিনের জন্য দীর্ঘ সওয়াল-জবাব করলেও তা শেষ পর্যন্ত ধোপে টেকেনি। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিনের আবেদন খারিজ করে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বলেই জানায় পুলিশ। এই ব্যাপারে থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, "আমরা ধৃতের কাছ থেকে পাওয়া নানান তথ্যকে কাজে লাগিয়ে সীমান্তে এই গ্যাং-এর বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছি, আশা করছি পুলিশ খুব শিগগিরি সাফল্য পাবে।"

তবে এ তো গেল আন্তর্জাতিক বন্য পশু কারবারীদের নিয়ে কচকচানি। যাকে নিয়ে এত হইচই, সেই লম্বায় সাত ইঞ্চি আর ২৭৫ গ্রাম ওজনের বিদঘুটে ৯ কোটি টাকার বিরল প্রজাতির তক্ষককে ঘিরে ফারাক্কার ধোসা ঘাট থেকে শুরু করে অর্জুনপুর, বাজার মোড়, সর্বত্রই এক আলোচনা। শেষ পর্যন্ত 'তাঁর' কি পরিণতি হলো। ইন্ডিয়ান এক্সপ্রেস তার হাল হকিকত জানতে যোগাযোগ করে স্থানীয় বাগদাপাড়া বিট অফিসে। তক্ষকটির শারীরিক অবস্থার উন্নতির জন্য ধরা পড়ার দিন থেকেই তাকে 'পর্যবেক্ষণে' রাখা হয়েছে। বিট অফিসের বনকর্মী প্রভাসচন্দ্র মন্ডল বলেন, "আমরা সাধারণ মানুষের উৎসাহ দেখে রীতিমত তাজ্জব। তবে 'ওর' কতগুলি শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজকালের মধ্যেই তাকে তার জগতে, অর্থাৎ খোলামেলা বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে।"

Murshidabad
Advertisment