দক্ষিণ দিনাজপুরের তপনে একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমিকভাবে খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুরের জামালপুরের বর্মন পরিবারের কাউকে সকাল থেকে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে বাড়ির মধ্যে থেকে একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার করে। উদ্ধার হয়েছে দু'জন মহিলা ও দুই শিশুর দেহ। ইতিমধ্যেই সেগুলো ময়না তন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের নাম কুলো বালা বর্মন (৬০), তাঁর ছেলে অনু বর্মন (৩২), অনু বর্মনের স্ত্রী মল্লিকা বর্মন (২৮), দুই শিশু সন্তান বিউটি বর্মন (১০) ও স্নিগ্ধা বর্মন (৭)।
আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, বাড়ি থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি। বর্মন পরিবারের সঙ্গে আগে কারোর বিরোধ ছিল কিনা তাও তদন্তে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে এই ঘটনাকে খুন বলেই মনে করছে পুলিশ। ঘটনায় এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
এক সঙ্গে একই পরিবারের পাঁচ জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন