Advertisment

রিল বানানোর কয়েক মুহূর্তেই শেষ জীবন! যুবকের চরম পরিণতিতে দিশেহারা পরিবার

যুবকের অকাল মৃত্যুতে তাঁর গ্রামে শোকের ছায়া।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
naba chowdhury of malda died due to railway bridge collapse in mizoram

ছবির বাঁদিকে, শোকস্তব্ধ পরিবার। ডানদিকে, মৃত যুবক নব চৌধুরী।

কাজের ফাঁকে রিল বানানোর সময় মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে নীচে পড়ে মৃত্যু মালদার শ্রমিক নব চৌধুরীর (২৫)। সেই রিল দেখে এখনও হাপুশ নয়নে কেঁদেই চলেছেন পরিবারের সদস্যরা। গত বুধবার সকালে মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে নির্মীয়মাণ একটি রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। যার মধ্যে নব চৌধুরীর দেহও উদ্ধার হয়েছে। মৃত নব চৌধুরীর বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে।

Advertisment

মৃত যুবকের এক বোন নিশা চৌধুরী বলেন, 'দাদা রিল বানাতে খুবই ভালোবাসতো। ওই দিন সকালে কাজ করার সময় একটি হিন্দি সিনেমার গানের তালে দাদা রিল বানিয়ে আমাকে পাঠিয়েছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই রেল ব্রিজ দুর্ঘটনার কথা জানতে পারি। মোবাইলে ছবি দেখে আমরা আঁতকে উঠেছি। মুহূর্তের মধ্যে কীভাবে সব কিছু শেষ হয়ে গেল তা ভাবতেই পারছি না।"

আরও পড়ুন- মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা উধাও? কোটি কোটি টাকার সমবায় ‘দুর্নীতি’ প্রকাশ্যে!

এদিকে শুক্রবার রাতে নরহাট্টা গ্রামে নব চৌধুরীর কফিনবন্দি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। মৃত যুবকের বাবা মনোরঞ্জন চৌধুরী এবং মা ফাল্গুনী চৌধুরী বলেন, 'পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল ছেলে। দেড় মাস আগে মিজোরামে গিয়েছিল কাজ করতে। একটা দুর্ঘটনা ওর প্রাণ কেড়ে নিল।" যুবকের অকাল পরিণতিতে এখনও শোকের ছায়া তাঁর গ্রামে।

Maldah West Bengal Migrants Labours Mizoram Bridge Collapse Death Facebook Reels
Advertisment