শুরুর পর থেকে একদিনও থেমে থাকেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূল কংগ্রেসের 'নব জোয়ার' কর্মসূচি। কিন্তু, সোমবার কর্মসূচির ২১তম দিনে বিকেলে মেঘ কালো করে শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিই থমকে দিল 'নব জোয়ার'-এর গতি। তবে, প্রকৃতি ব্যাঘাত সৃষ্টি করলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড 'নব জোয়ার' কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।
Advertisment
এদিন বিকেলে পূর্ব বর্ধমানে ভাতার বাজার থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেই শো কিছুটা এগিয়ে ভূমশোর গ্রামের কাছাকাছি পৌঁছতেই এলাকার আকাশ কালো মেঘে ঢাকা পরে। এর কিছু সময়ের মধ্যেই প্রবল গতিতে শুরু হয় ঝড়। সেই ঝড়ের দাপটে রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে থমকে যায় অভিষেকের রোড শো। একই সময়ে শুরু হয় বৃষ্টি। ঝড়-বৃষ্টির দাপট কমলে শুরু হয় ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরনোর কাজ। সেইসব হতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তার পর অভিষেক পুনরায় রওনা হন ঠিকই। কিন্তু, এই রোড শোর পরবর্তী কর্মসূচি তাঁর আর করা হয়নি।
ভাতারের রোড শো শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকোটের নতুন হাট স্কুল মাঠে জনসভা করার কথা ছিল। কিন্তু, ঝড়ের দাপটে জনসভার মঞ্চস্থল-সহ সমস্ত প্যান্ডেল লন্ডভন্ড হয়ে যাওয়ায় জনসভা করা আর সম্ভব হয়নি। দলের বহু কর্মী, সমর্থক ও নেতা- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য শুনবেন বলে দুপুর থেকে সভাস্থলে ভিড় জমিয়েছিলেন। কিন্তু প্রকৃতি বেঁকে বসায় তাঁরা বৃষ্টির জলে ভিজে নিরাশ হয়েই ফিরে যান। সন্ধ্যার আগে ঝড়-বৃষ্টি থেমে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার আউসগ্রাম ১ বিধানসভা এলাকায় রোড শো শেষ করে দুর্গাপুরের মানকরের উদ্দেশ্যে রওনা হয়ে যান।