/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Calcutta-HC.jpg)
নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার।
Kolkata Doctor Rape-Murder Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে একটি সংগঠন। আগামী রবিবার ২৭ আগস্ট সেই নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের অভিযোগ, এই নবান্ন অভিযান কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অনুমতি দিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাস। শুক্রবার মামলার শুনানি হতে পারে।
বৃহস্পতিবার আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি সংগঠন আগামী রবিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে বিরোধী দলগুলি শামিল হতে পারে বলে আশঙ্কা রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, আরজি কাণ্ডে বিচার-সহ একাধিক দাবিতে এই অভিযানের আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রশ্ন, পুলিশের অনুমতি ছাড়া কীভাবে এই কর্মসূচি করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির পোস্টার ভাইরাল। যা জনমানসে প্রভাব বিস্তার করছে।
রাজ্যের আশঙ্কা, এই অভিযান হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচি বাতিল করুক হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন সন্দীপ ঘোষ ও ৪ ডাক্তারি পড়ুয়াকে নিয়ে শিয়ালদহ কোর্টে সিবিআই, আচমকা কীসের তৎপরতা?
প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে নবান্ন অভিযানের প্রসঙ্গ তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তাতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আইন নিজের পথে চলবে। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না। যাঁরা প্রতিবাদ করবেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আরও পড়ুন আরজি কর কাণ্ডের প্রতিবাদ, BJP-স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধু্ন্ধুমার, আটক শুভেন্দু-শমীকরা
গত ১৪ আগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের রাতদখল কর্মসূচিতে অশান্তি হয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল। যা নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে কলকাতা পুলিশ। সেদিনের পরিস্থিতির পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য, তাই আগেভাগে হাইকোর্টের দ্বারস্থ তারা।