Nabanna Rally for RG Kar Protest Live Updates: নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে ৯৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ভিডিও ফুটেজ দেখে আরও অনেককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের কর্তারা। এ়ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, অশান্তিপূর্ণ, দুষ্কৃতীদের আন্দোলন হয়েছে নবান্ন অভিযানের নামে। পুলিশ রক্তাক্ত হয়েও ধৈর্য হারায়নি। বিক্ষোভকারীদের হামলায় বহু পুলিশকর্মী আহত হয়েছেন। ছাত্রসমাজ এই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু কোনও ছাত্র এমন গুন্ডামি-অসভ্যতা করতে পারে বলে পুলিশের জানা নেই।
এদিকে, নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগে মঙ্গলবার বিকেলে লালবাজার অভিযান করে রাজ্য বিজেপি। আর সেই কর্মসূচিতে উত্তেজনা ছড়াল। নবান্ন অভিযানে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মুক্তির দাবিতে এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালবাজার অভিযান করে বিজেপি। সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, পুলিশের গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু পুলিশের বাধা পান তাঁরা। ফিয়ার্স লেনে বিজেপির লালবাজার অভিযান আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায়। কাঁদানে গ্যাসের জেরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
-
Aug 27, 2024 18:43 ISTNabanna Abhijan Live Updates: অশান্তির অভিযোগে ৯৪ জনকে গ্রেফতার করল পুলিশ
বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের কর্তারা। এ়ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, অশান্তিপূর্ণ, দুষ্কৃতীদের আন্দোলন হয়েছে নবান্ন অভিযানের নামে। পুলিশ রক্তাক্ত হয়েও ধৈর্য হারায়নি। বিক্ষোভকারীদের হামলায় বহু পুলিশকর্মী আহত হয়েছেন। ছাত্রসমাজ এই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু কোনও ছাত্র এমন গুন্ডামি-অসভ্যতা করতে পারে বলে পুলিশের জানা নেই।
-
Aug 27, 2024 18:37 ISTNabanna Abhijan Live Updates: ডোরিনা ক্রসিং অবরোধ বিক্ষোভকারীদের
ধর্মতলার ডোরিনা ক্রসিং অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা। পুলিশ লাঠিচার্জ করে জমায়েত হঠিয়ে দেয়।
-
Aug 27, 2024 17:56 ISTNabanna Abhijan Live Updates: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ সুকান্ত-লকেটরা
ফিয়ার্স লেনে বিজেপির লালবাজার অভিযান আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায়। কাঁদানে গ্যাসের জেরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
-
Aug 27, 2024 17:52 ISTNabanna Abhijan Live Updates: বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা
নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগে মঙ্গলবার বিকেলে লালবাজার অভিযান করে রাজ্য বিজেপি। আর সেই কর্মসূচিতে উত্তেজনা ছড়াল। নবান্ন অভিযানে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মুক্তির দাবিতে এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালবাজার অভিযান করে বিজেপি। সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, পুলিশের গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু পুলিশের বাধা পান তাঁরা।
-
Aug 27, 2024 17:09 ISTNabanna Abhijan Live Updates: চোরের মতো নবান্নে ঢুকেছেন 'হীরকরানি', কটাক্ষ শুভেন্দুর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে বলেন, '১৩-১৪ হাজার পুলিশ নামিয়ে নবান্নে 'হীরকরানি'কে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিন, দুপুর একটার সময় নবান্নে আসেন, আজ ১০টার সময় চোরের মতো লুকিয়ে নবান্নে ঢুকেছেন 'হীরকরানি' মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বাংলা বনধ সর্বাত্মক করুন। বাংলাকে বাঁচানোর জন্য এই বনধ সফল করুন।'
-
Aug 27, 2024 17:04 ISTNabanna Abhijan Live Updates: কর্মসূচির নামে বিশৃঙ্খলার সৃষ্টি, দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের
নবান্ন অভিযান কর্মসূচির নামে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে। ছাত্র আন্দোলনের নামে প্ররোচনা দেওয়া হয়েছে। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি আরও বলেছেন, আন্দোলনের নামে পুলিশকে আক্রমণ করা হয়েছে। বাংলা বনধ ব্যর্থ করার আহ্বান তাঁর।
-
Aug 27, 2024 16:52 ISTNabanna Abhijan Live Updates: সাঁতরাগাছিতে ফের উত্তেজনা
নতুন করে সাঁতরাগাছিতে উত্তেজনা। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে এগিয়ে যায় মিছিল। পুলিশ মিছিল আটকে দেয়। শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে দাবি আন্দোলনকারীদের। লাঠি হাতে এগোচ্ছে পুলিশ।
-
Aug 27, 2024 16:25 ISTNabanna Abhijan Live Updates: লালবাজারের পথে বিজেপি
লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপির মিছিল। মিছিলের নেতৃত্বে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
-
Aug 27, 2024 16:19 ISTNabanna Abhijan Live Updates: বাবুঘাট চত্বর খালি করল পুলিশ
বাবুঘাট চত্বরে উত্তেজনা সৃষ্টি হতেই অ্যাকশন মোডে পুলিশ। কাঁদানে গ্যাস-লাঠিচার্জ করে এলাকা খালি করল পুলিশ। বিক্ষোভকারীরা একটি বাইকে অগ্নিসংযোগ করে।
-
Aug 27, 2024 16:05 ISTNabanna Abhijan Live Updates: নবান্ন অভিযানকে সমাজবিরোধীদের অভিযান বললেন কুণাল
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, নবান্ন অভিযান সমাজবিরোধীদের অভিযান।
-
Aug 27, 2024 16:00 ISTNabanna Abhijan Live Updates: ৩ ঘণ্টা পার, এখনও অশান্তি চলছে
নবান্ন অভিযান শুরু হয়েছিল বেলা ১টা থেকে। প্রায় তিন ঘণ্টা পরেও বিক্ষিপ্ত অশান্তি-বিক্ষোভ চলছে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামানেই মোকাবিলা করছে পুলিশ।
-
Aug 27, 2024 15:57 ISTNabanna Abhijan Live Updates: বিজেপিকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের
আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। তার জেরে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির মুখোশ খুলে গিয়েছে কটাক্ষ কুণালের। আগামীকাল এই বনধ ব্যর্থ করার আহ্বান তৃণমূল নেতার। বললেন, 'শকুনেরা অরাজকতার প্লট করেছে। এই ফাঁদে পা দেবেন না।'
-
Aug 27, 2024 15:46 ISTNabanna Abhijan Live Updates: বাংলা বনধের ডাক বিজেপির
নবান্ন অভিযানের জেরে অশান্ত হাওড়া থেকে কলকাতা। সর্বত্র রণক্ষেত্র পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদে আগামীকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি। সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
-
Aug 27, 2024 15:39 ISTNabanna Abhijan Live Updates: জাজেস ঘাটের সামনে উত্তেজনা
জাজেস ঘাটের কাছে উত্তেজনা। রেললাইন থেকে পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ বিক্ষোভকারীদের। পাল্টা লাঠিচার্জ করে জমায়েত হঠালো পুলিশ। আটক বেশ কয়েকজন।
-
Aug 27, 2024 15:34 ISTNabanna Abhijan Live Updates: সুরেন্দ্রনাথ কলেজের সামনে উত্তেজনা
কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজের সামনে উত্তেজনা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বিক্ষোভকারীদের।
-
Aug 27, 2024 15:09 ISTNabanna Abhijan Live Updates: বিক্ষোভকারীদের মাঝে হাজির অর্জুন সিং, কৌস্তভ বাগচি
পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতা-হাওড়ায়। সেই বিক্ষোভকারীদের মাঝে হাজির বিজেপি নেতা অর্জুন সিং এবং কৌস্তভ বাগচি। কৌস্তভ জানান, 'মুখ্যমন্ত্রীকে নবান্নের ছাদে হেলিকপ্টার রেডি রাখতে হবে। ওঁকে বাংলা ছাড়া করা হবে।'
-
Aug 27, 2024 15:01 ISTNabanna Abhijan Live Updates: দিকে দিকে আক্রান্ত পুলিশ
হাওড়া থেকে কলকাতা, বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আক্রান্ত পুলিশ। ইটের ঘায়ে মাথা ফেটে আহত চণ্ডীতলার সার্কল ইনস্পেক্টর।
-
Aug 27, 2024 14:59 ISTNabanna Abhijan Live Updates: ফোরশোর রো়ডে উত্তেজনা
হাওড়ার ফোরশোর রোডে নতুন করে উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা প্রতিবাদীদের। পাল্টা লাঠিচার্জ পুলিশের।
-
Aug 27, 2024 14:58 ISTNabanna Abhijan Live Updates: জলকামানের স্রোত উপেক্ষা করেই প্রতিবাদ
স্ট্র্যান্ড রোডে ব্যাপক অশান্তি। জলকামানের স্রোত, কাঁদানে গ্যাস উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। পাল্টা তাঁদের পিছু হঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
-
Aug 27, 2024 14:53 ISTNabanna Abhijan Live Updates: হেস্টিংসে ব্যাপক ধরপাকড় পুলিশের
হেস্টিংস এলাকায় ব্যাপক ধরপাকড় পুলিশের। ১৬ জন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ।
-
Aug 27, 2024 14:43 ISTNabanna Abhijan Live Updates: লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া পুলিশের
মহাত্মা গান্ধী রোডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। কিন্তু দমতে নারাজ আন্দোলনকারীরা। তাঁরাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন।
-
Aug 27, 2024 14:37 ISTNabanna Abhijan Live Updates: ফের উত্তেজনা এমজি রোডে
এমজি রোড ফের উত্তপ্ত। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পাল্টা লাঠিচার্জ পুলিশের।
-
Aug 27, 2024 14:17 ISTNabanna Abhijan Live Updates: বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু, অ্যাকশন মোডে পুলিশ
মিছিল জলকামান-কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করার পর এবার বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করল পুলিশ। প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।
-
Aug 27, 2024 14:12 ISTNabanna Abhijan Live Updates: দিকে দিকে অশান্তি, পুলিশের ব্যারিকেড ভাঙতে সর্বশক্তি প্রয়োগ
কলকাতা এবং হাওড়ার একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ-অশান্তি। কলকাতার এমজি রোড, স্ট্র্যান্ড রোডে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন বিক্ষোভকারীরা। পাল্টা মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান প্রয়োগ পুলিশের।
-
Aug 27, 2024 14:00 ISTNabanna Abhijan Live Updates: রণক্ষেত্র এমজি রোড, পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ
রণক্ষেত্র মহাত্মা গান্ধী রোড। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ। ইটের ঘায়ে মাথা ফাটল চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকের।
-
Aug 27, 2024 13:44 ISTNabanna Abhijan Live Updates: মমতার পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের
ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, “দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।” হাতে জাতীয় পতাকা নিয়ে পুলিশের দিকে এগোচ্ছেন বিক্ষোভকারীরা।
-
Aug 27, 2024 13:37 ISTNabanna Abhijan Live Updates: পুলিশ হাতে চুড়ি পরে থাকুক, কটাক্ষ বিক্ষোভকারীদের
পুলিশের জলকামানের সামনে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। হাতে জাতীয় পতাকা নিয়ে আসা গেরুয়াধারী বৃদ্ধ জানালেন, 'পুলিশ চুড়ি পরে থাকুক। এঁদের বাড়িতেও মা-বোন আছে, মনে রাখে যেন।'
-
Aug 27, 2024 13:31 ISTNabanna Abhijan Live Updates: পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
আন্দোলনকারীদের অত্যাচার-নির্যাতন বন্ধ না করলে আগামীকাল, বুধবার গোটা বাংলা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
-
Aug 27, 2024 13:29 ISTNabanna Abhijan Live Updates: সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী
সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। সাঁতরাগাছি স্টেশনে থমকে গেল ট্রেন চলাচল।
-
Aug 27, 2024 13:19 ISTNabanna Abhijan Live Updates: হাওড়া ব্রিজে উত্তেজনা
হাওড়া ব্রিজেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের ভাঙতেই জলকামান চালানো শুরু করল পুলিশ। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসও। চলছে লাঠিচার্জ।
-
Aug 27, 2024 13:08 ISTNabanna Abhijan Live Updates: সাঁতরাগাছিতে ব্যাপক উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ
সাঁতরাগাছিতে ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত।
-
Aug 27, 2024 13:04 ISTNabanna Abhijan Live Updates: মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান তৈরি
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশ পাঁচটি জলকামান মজুত রেখেছে। ৫ জায়গায় মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, আকাশপথে ড্রোনে নজরদারি চলছে। টার্ফ রোড্, হেস্টিংস মাজার, ফারলং গেট এবং খিদিরপুর রোডে রয়েছে অ্যালুমিনিয়ামের গার্ডরেল।
VIDEO | Tight security in place in #Kolkata in view of the 'Nabanna Abhijan' rally called by student organisation 'Paschim Banga Chhatra Samaj' and the 'Sangrami Joutha Mancha' over alleged rape and murder of a doctor at RG Kar Medical College and Hospital. #KolkataNews… pic.twitter.com/6wWmSkaZf1
— Press Trust of India (@PTI_News) August 27, 2024 -
Aug 27, 2024 13:03 ISTNabanna Abhijan Live Updates: বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে
নবান্ন অভিযানের আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিল পুলিশ।
-
Aug 27, 2024 12:57 ISTNabanna Abhijan Live Updates: ছাত্র সমাজের পাশে শুভেন্দু, অবরোধের হুঁশিয়ারি
মঙ্গলবার ফের পশ্চিমবঙ্গ ছাত্রসমাজকে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এদিন তিনিও রাস্তায় থাকবেন। পুলিশ বাধা দিলে অবরোধও করবেন। বিক্ষোভ-আন্দোলনে গ্রেফতার পড়ুয়াদের সবরকম আইনি সাহায্য দিতে প্রস্তুত তিনি।
-
Aug 27, 2024 12:52 ISTNabanna Abhijan Live Updates: জাতীয় পতাকা হাতে আন্দোলনকারীরা
সাঁতরাগাছিতে জাতীয় পতাকা হাতে পৌঁছলেন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল করে এগোচ্ছেন নবান্নের দিকে।
-
Aug 27, 2024 12:51 ISTNabanna Abhijan Live Updates: শান্তিপূর্ণ মিছিলের আবেদন পুলিশের
শান্তিপূর্ণ ভাবে মিছিল করুন। কেউ বাধা দেবে না। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। শহরের বিভিন্ন প্রান্তে মাইকে এই প্রচার চালাচ্ছে পুলিশ।