পৌষ মাস হিন্দু শাস্ত্র মতে এমনিতেই শুভকাজ বিয়ে হয় না। কিন্তু আইনি মতে বিয়েতে কোনও বাধা নেই। তবে, এবার আইনি মতেও রেজিস্ট্রি করে বিয়ে করতে নিষেধ করছে নবান্ন। ইতিমধ্যেই জারি হয়েছে নোটিস। পশ্চিমবঙ্গের বিবাহ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তরফে নতুন বছরের ২ জানুয়ারি থেকে ৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রি বিয়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
জানা গিয়েছে, যে অনলাইন পোর্টালের দ্বারা বিয়ের রেজিস্ট্রির কাজ করা হয়, তার রক্ষণাবেক্ষণের কাজ চলবে জানুয়ারি মাসের ২ থেকে ৫ তারি পর্যন্ত। ফলে ওই চারদিন বিয়ের কাজ বন্ধ রাখার নোটিস জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
পশ্চিমবঙ্গের বিবাহ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্রে খবর, ওই চারদিন নূন্যতম ১ হাজার রেজিস্ট্রি বিয়ের আবেদন জমা পড়েছিল। তবে, সরকারের এই নির্দেশিকার পর বিয়ের রেজিস্ট্রির কাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হচ্ছে।
২০১৯ সাল থেকেই বিয়ের রেজিস্ট্রির জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়। স্বভাবতই সাইটে রক্ষণাবেক্ষণের কাজ চললে সেখানে রেজিস্ট্রির কাজ করা যায় না। সরকারি সূত্রে খবর, পোর্টাল বন্ধ হওয়ার নির্ধারিত দিনের মাত্র ৩ দিন আগে এই রক্ষণাবেক্ষণের দরুন বন্ধ সংক্রান্ত নোটিস জারি করা হয়ে থাকে। তবে একেবারে একটানা চারদিন পোর্টাল রক্ষনাবেক্ষণের কাজ এই প্রথম বলে জানা গিয়েছে।
এই রক্ষানাবেক্ষণের পর দম্পতি ও বিয়ের সাক্ষীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সমস্যা মিটতে পারে বলে আশা করা হচ্ছে।