Advertisment

রেড রোডে পুজো কার্নিভাল: তাক লাগানো ঘোষণা রাজ্যের

আগামী ২৭ অক্টোবর রেড রোডে হবে পুজো কার্নিভাল। উৎসবের মধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nabanna has organized additional buses metros and trains for the Puja Carnival at Red Road , রেড রোডে পুজো কার্নিভাল: তাক লাগানো ঘোষণা রাজ্যের

গত বছরের পুজো কার্নিভালের মুহূর্ত।

দশমী পার, কিন্তু শহরে পুজোর রেশ পুরোমাত্রায় বজায় রয়েছে। আগামী ২৭ অক্টোবর রেড রোডে হবে পুজো কার্নিভাল। উৎসবের মধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের আশা, নামজাদা সব মণ্ডপের মূর্তি দেখতে রেড রোডে ওইদিন দেদার ভিড় জমবে। তাঁই সতর্ক প্রশান। কার্নিভালের দিন যাতে মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয় তার জন্য একগুচ্ছ পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন।

Advertisment

বিশেষ বাস

কার্নিভালে উৎসাহী মানুষের আনাগোনায় যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য উদ্যোগী পরিবহণ দফতর। জানা গিয়েছে, কার্নিভালের দিন এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। এইসব বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে। এই নিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর।

নির্দেশিকা অনুযায়ী এই বিশেষ বাস পরিষেবা শুরু হবে বিকেল ৩টে থেকে। যাত্রীদের সুবিধার জন্য বাসের উইন্ড স্কিনের বাঁদিকে গন্তব্য ও রুট লেখা থাকবে।

বিশেষ মেট্রো

কার্নিভালের কথা মাথায় রেখে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত কলকাতার উত্তর-দক্ষিণ রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। স্বাভাবিক সময়সীমার পরেও যাতে সেদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা চালু রাখা হয় তার জন্য কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছিল পরিবহণ দফতর। রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০-এ।

বাড়তি লোকাল

হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়া শেষ লোকাল ট্রেনের পরেও যাতে ট্রেন চলে, তারও পরিকল্পনা করা হয়েছে।

পুজোর পর কলকাতার অন্যতম সেরা আকর্ষণ রেড রোডে কার্নিভাল। ২০১৬ সালে এই কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার পর একটি দিন ঠিক করা হয় কার্নিভালের জন্য। সেদিন কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। সেই শোভাযাত্রায় অংশ নেন দেশ-বিদেশের অতিথি ও দর্শকরা। রাস্তার দুপাশে তাঁদের বসার ব্যবস্থা করা হয়। পুরোটার তত্ত্বাবধানে থাকেন খোদ মুখ্যমন্ত্রী। করোনা অতিমহামারীর জেরে ২০২০ এবং ২০২১ সালে এই কার্নিভাল হয়নি। ২০২২ সাল থেকেফের চালু করা হয়। এবার পুজোয় কলকাতায় জনজোয়ার লক্ষ্য করা গিয়েছে। কার্নিভালেও সেই ভিড় দেখা যাবে বলে প্রশাসনের আশা।

kolkata durga puja carnival Red Road Kolkata Durga Puja Carnival 2023
Advertisment