/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/mamata-nabanna.jpg)
WB Police Transfer: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের।
WB Police Transfer: লোকসভা ভোটের আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে রাজ্যের পুলিশ প্রশাসনে (WB Police) ব্যাপক রদবদল ঘটাল নবান্ন (Nabanna)। পুলিশের শীর্ষ আধিকারিকদের বদলির নির্দেশ (Transfer Notification) জারি করল রাজ্য সরকার। IPS অফিসার থেকে শুরু করে বিভিন্ন জেলায় SDPO-দের বদলির নির্দেশিকা জারি হয়ে গিয়েছে।
যদিও রাজ্যের পুলিশ প্রশাসনে এই রদবদল নেহাতই কাকতালীয় নয়। জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশিকা মেনেই এই রদবদল বলে রাজ্য সরকারের (WB Govt) তরফে জানানো হয়েছে। বিভিন্ন জেলায় SDPO-দের বদলির নির্দেশ জারি হয়েছে। বদল করা হচ্ছে ৩১ IPS ও ৪৮ জন WBPS আধিকারিককে। মোট ৭৯ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়েছে নবান্নের তরফে।
লোকসভা ভোটের (Loksabha Election 2024) আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে পুলিশে এই রদবদল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই হয়েছে বলে জানানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে পুলিশে এই রদবদল করে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিধানননর কমিশনারেটের চারু শর্মাকে সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। একইভাবে মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার আসিম খানকে রানিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে। SDPO সিদ্ধার্থ পাল রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদের দায়িত্ব নিচ্ছেন।
আরও পড়ুন- Shahjahan Sheikh: শীঘ্রই গ্রেফতার সন্দেশখালির শাহজাহান শেখ? তৃণমূল মুখপাত্রের দাবিতে চরম চাঞ্চল্য
ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে IPS বিনোদ কুমার মীনাকে ডায়ন্ড হারবার থেকে কলকাতায় পাটানো হচ্ছে।