/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/chakdah-news-759.jpg)
চাকদা থানার সামনে বিক্ষোভ বিজেপির।
নদিয়ার চাকদায় যুবককে খুনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। শুক্রবার রাতে চাকদায় এক যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে চাকদা ও শিমুরালি স্টেশনে রেল অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মীরা। সকাল ৭টা ২০ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়। রেল অবরোধের জেরে কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। ঘণ্টাখানেক বাদে রেল অবরোধ ওঠে। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। জাতীয় সড়কও অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে অবরোধ ওঠে।
যুবক খুনের প্রতিবাদে চাকদা থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের pic.twitter.com/8qSPIKRny4
— IE Bangla (@ieBangla) May 25, 2019
আরও পড়ুন: রণক্ষেত্র কাঁকিনাড়া, বোমাবাজির প্রতিবাদে রেল অবরোধ
ঠিক কী অভিযোগ?
সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার রাতে নদিয়ার চাকদার ১৯নং ওয়ার্ড এলাকায় সন্তু ঘোষ নামে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। প্রতিবাদে গতরাতে চাকদা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গভীর রাতে চাকদা থানা ঘেরাও করা হয়। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি করেছে বিজেপি। যদিও নিহত যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। আজ সকাল থেকেই চাকদা স্টেশনের কাছে ৫০নং রেলগেট ও শিমুরালি স্টেশনে অবরোধে শামিল হন বিজেপি কর্মীরা। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।
নিহত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সন্তুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। তারপরই বাড়ির অদূরে একটি মাঠে বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। সেখানেই সন্তুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। পরে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে সন্তুকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘সন্তু কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। ভোটে খুব ভাল কাজ করেছিল’’। যদিও তৃণমূল খুনের অভিযোগ অস্বীকার করেছে।