Nakashipara Murder: ইদের (Eid) বাজার সেরে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। দুষ্কৃতী হামলায় গুরুতর জখম পঞ্চায়েত সদস্যা-সহ আরও দু'জন। এই হামলার পিছনে কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অভিযোগ আক্রান্তদের। নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে এক বন্ধুর গাড়িতে চেপে ইদের বাজার সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় হরনগর পঞ্চায়েতের সদস্যা তাগিরা বিবি, তাঁর স্বামী জহিদুল শখে, ছেলে রকিব শেখ ও তাঁদেরই এক প্রতিবেশী। বাড়ির কাছাকাছি এসেও গিয়েছিলেন তাঁরা। রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছিল। সেই গুঁড়ির আগে গাড়ি থামতেই বিপত্তি। গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি বোমাবাজি শুরু করে দেয় দুষ্কৃতীদের দল।
এরপরেই গাড়ির দরজা খুলে যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় জহিদুল শেখের (Jahidul Sheikh)। হামলায় গুরুতর জখম হন জহিদুলের স্ত্রী ও অন্য।রা। চিল চিৎতারে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জহিদুলকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়া বাকিদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন- Exclusive: বিধ্বস্ত ভূমিতে বেঁচে থাকার প্রাণপাত লড়াই! দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াতে মরিয়া ‘মৃত্যুঞ্জয়ী’রা
এদিকে, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তমুল রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। CPM-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই নৃশংস হামলার পিছনে জড়িত বলে অভিযোগ আক্রান্তদের। যদিও দুই দলই এই অভিযোগ অস্বীকার করেছে। কৃষ্ণনগর (Krishnanagar) CPM প্রার্থী এমএস সাদি বলেন, "তৃণমূলের মস্তানরা জমি-সহ বিভিন্ন কারণে নিজের মধ্যেই গন্ডগোল করছে। তারই জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে। এর সঙ্গে সিপিএমের যোগ নেই।"