Advertisment

বীভৎসতায় গা শিউরে উঠবে! বিজেপি কর্মীর রক্তাক্ত পরিণতি! কাঠগড়ায় তৃণমূল

নদিয়ার শান্তিপুরের এই ঘটনার প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nadia Shantipur BJP Worker Murder

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার হুলস্থূল পড়ে যায় শান্তিপুরে।

উৎসবের মরশুমে খুনের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার-কাণ্ড। এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার হুলস্থূল পড়ে যায় নদিয়ার শান্তিপুরে। খুনে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। নিহত বিজেপি কর্মীর মৃতদেহ হাসপাতাল থেকে বের করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। দলীয় কর্মীর খুনের তীব্র নিন্দা করে তৃণমূলের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

জানা গিয়েছে, নিহত বিজেপি কর্মীর নাম অধীর সরকার। তিনি শান্তিপুরের বড় জিয়াকুরের বিজেপি বুথ সভাপতি। গতকাল বড় জিয়াকুর এলাকায় বেশ কয়েকটি দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছিল। সেই শোভাযাত্রাগুলির একটিতে যোগ দিয়েছিলেন অধীর সরকার। বিসর্জন সেরে ফেরার পথে বড় জিয়াকুর বাজারের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।

রাস্তায় ফেলে মারধর করা হয় অধীর সরকারকে। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপির। বেধড়ক মারধরে গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যদিও হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকতরা। এদিকে দলীয় কর্মীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। হাসপাতাল চত্বরেই শুরু তুমুল প্রতিবাদ। পুলিশ মৃতদেহ বের করে ময়নাতদন্তে পাঠাতে গেলেও রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এদিকে, দলীয় কর্মী খুনের তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- পুজো মিটতেই সক্রিয় ED, রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে সাতসকালে হানা

এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গে উৎসবের মরশুমেও তৃণমূলের গুণ্ডাদের আক্রমণ। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা জারি রয়েছে। বিশেষ করে যারা বিজেপির। নদিয়ার শান্তিপুরের অধীর সরকার আরবান্দি ২ গ্রাম পঞ্চায়েতের বড় জিয়াকুর গ্রামের বিজেপি কার্যকর্তা। ৪-৫ জন তৃণমূলের গুণ্ডা তাঁকে নির্মমভাবে খুন করেছে।"

tmc bjp Murder West Bengal Nadia Shantipur
Advertisment