নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাজামোহনপুর এলাকা থেকে অভিজিৎ পুণ্ডারীকে গ্রেফতার করেছে নদিয়া পুলিশ। এ ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে সুজিত ও কার্তিক মণ্ডল নামের দুই ব্যক্তিকে। ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিজিৎ। এ নিয়ে বিধায়ক খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।
বিধায়ক খুনে মূল অভিযুক্তকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পুলিশ সুপার বলেন, ‘‘ডেবরার রাজামোহনপুর থেকে আজ অভিজিৎ পুণ্ডারীকে গ্রেফতার করা হয়েছে।’’
আরও পড়ুন, সত্যজিৎ বাচ্চা ছেলে, খুনের নিরপেক্ষ তদন্ত হলে আমি ‘ফেস’ করতে রাজি: মুকুল রায়
উল্লেখ্য, সরস্বতী পুজোর আগের দিন ভর সন্ধেবেলায় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে কাছ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৃণমূল বিধায়ক। এরপরই বিধায়ককে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিধায়কের উপর অতর্কিতে এই হামলার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন, তৃণমূল বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ২
তৃণমূল বিধায়ক খুনে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় আগামী ৭ মার্চ পর্যন্ত বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি, এই সময়ে তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের জামিনের শুনানিতে এই অন্তর্বর্তী নির্দেশ দেয়। এ মামলার পরবর্তী শুনানি ৫ মার্চ।