Advertisment

Sukanta Majumdar: চরম ফ্যাসাদে সুকান্ত! সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে গিয়ে তুমুল অস্বস্তিতে সাংসদ

Sukanta Majumdar: দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানা ঘেরাও অভিযান করেছিল বিজেপি। সেই অভিযানে সামিল ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে তারপরেই হয় এই কড়া পদক্ষেপ। যদিও এই বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুধু সুকান্তই নন, প্রশাসনের কড়া পদক্ষেপে সেদিন ওই বিক্ষোভে সামিল আরও কয়েকজন বিজেপি নেতা-নেত্রীর অস্বস্তি বেড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Assets of BJP Bengal Chief Sukanta Majumdar rose 114 percent since 2019

Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar: বড়সড় অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । দিন কয়েক আগে সন্দেশখালি (Sandeshkhali)-কাণ্ডের প্রতিবাদে ন্যাজাট (Najat) থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি (BJP)। সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ হয় বলে দাবি ছিল পুলিশের। সেই দাবির ভিত্তিতেই বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার-সহ বিজেপির আরও কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা।

Advertisment

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে অভিযানে গিয়েছিল ইডি (ED)। তৃণমূল নেতা শেখ শাহাজাহানের (Seikh Shahjahan) বাড়িতে গেলে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁদের। শাহাজাহান অনুগামীরা চড়াও হয় ইডির আধিকারিকদের উপর। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক ইডি আধিকারিকের। সেই ঘটনার পর ১০ দিন কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহাজাহান। সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে দিন কয়েক আগে ন্যাজাট থানা ঘেরাও অভিযান করেছিল বিজেপি।

আরও পড়ুন- Book Fair: জীবনের ইস্পাতসম কঠিন-দুরূহ অঙ্কেরও নিমেষে সমাধান! ‘অঙ্কের দাদু’র অভূতপূর্ব কীর্তি চমকে দেবে!

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হয়। পুলিশের দাবি, ১৪৪ ধারা ভেঙে মিছিল করেছেন সুকান্ত মজুমদার-সহ বিজেপি কর্মীরা। আইন ভেঙেছেন বলেই রাজ্য বিজেপি সভাপতি-সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামিন অযোগ্য ধারাতেও রুজু করা হয়েছে মামলা।

আরও পড়ুন- Premium: দুর্ঘটনায় হারিয়েছেন পা! চা বিক্রি করেই ক্রিকেটে বিশ্বজয়ের স্বপ্ন সালকিয়ার রমেশের 

উল্লেখ্য, সন্দেশখালি-কাণ্ডের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজ দেখেই শনাক্ত করা হয়েছে ২ অভিযুক্তকে। দিন কয়েক আগেই তাদের গ্রেফতারও করে পুলিশ। তবে এখনও মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহাজাহান অধরা।

Sukanta Majumder Sandeshkhali West Bengal sandeshkali ed
Advertisment