অবরোধ-বিক্ষোভ চলাকালীন রেল চলাচলের দেখভালে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেলকর্মীদের প্যানেল রুম থেকেই বের করে দিলেন এক তৃণমূলনেত্রী। রবিবার সাকল থেকে বীরভূমের মুরারই স্টেশনে ট্রেনের স্টপেজ-সহ একাধিক দাবিতে রেল অবরোধ শুরু। রেললাইন আটকে তুমুল বিক্ষোভ মুরারই ষ্টেশনে।
Advertisment
আজ সকাল সাড়ে সাতটা থেকে মুরারই নাগরিক কমিটির ব্যানারে শুরু অবরোধ। অবরোধের কারণে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে। মুরারই ষ্টেশনেই আটকে থাকে সাহেবগঞ্জ - রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। এদিকে, বিক্ষোভ চলাকালীন আচমকা মুরারই রেল ষ্টেশনের প্যানেল রুমে ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী।
সেখানকার গুরুত্বপূর্ণ কাজের দ্বায়িত্বে থাকা এক রেল কর্মীকে বের করে দেন তৃণমূল কংগ্রেসের এক নেত্রী। শাসকদলের এই নেত্রীর নাম ফাল্গুনী সিনহা। তিনি সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। রেলের প্যানেল অপারেটিংয়ের দ্বায়িত্বে ছিলেন রেলকর্মী অনন্ত শাহ। তিনিই সব ট্রেনের যাতায়াতের নজরদারির দ্বায়িত্ব পালন করছিলেন।
এহেন গুরুদায়িত্বে থাকা এক কর্মীকে বিক্ষাভের নামে প্যানেল রুম থেকে বের করে দেওয়ায় তুমুল চর্চা শুরু। স্থানীয় তৃণমূলনেত্রী ফাল্গুনী সিনহা এদিন অবরোধকারীদের সঙ্গে নিয়ে মুরারই রেল ষ্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে ঢুকে পড়েন। কর্মরত প্যানেল অপারেটরকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে দেওয়া হয় তাঁরই নেতৃত্বে, উঠেছে এমনই অভিযোগ।