Advertisment

ট্রেন চলাচলে গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন রেলকর্মী, তাঁকেই টেনে বের করলেন তৃণমূলনেত্রী

গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেলকর্মীদের প্যানেল রুম থেকেই বের করে দিলেন এক তৃণমূলনেত্রী।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
name of blockade tmc leader threw out rail workers from murarai panel room

রেলকর্মীকে প্যানেল রুম থেকে বের করে দেওয়া হচ্ছে।

অবরোধ-বিক্ষোভ চলাকালীন রেল চলাচলের দেখভালে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেলকর্মীদের প্যানেল রুম থেকেই বের করে দিলেন এক তৃণমূলনেত্রী। রবিবার সাকল থেকে বীরভূমের মুরারই স্টেশনে ট্রেনের স্টপেজ-সহ একাধিক দাবিতে রেল অবরোধ শুরু। রেললাইন আটকে তুমুল বিক্ষোভ মুরারই ষ্টেশনে।

Advertisment

আজ সকাল সাড়ে সাতটা থেকে মুরারই নাগরিক কমিটির ব্যানারে শুরু অবরোধ। অবরোধের কারণে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে। মুরারই ষ্টেশনেই আটকে থাকে সাহেবগঞ্জ - রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। এদিকে, বিক্ষোভ চলাকালীন আচমকা মুরারই রেল ষ্টেশনের প্যানেল রুমে ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী।

আরও পড়ুন- লক্ষ্য ২০২৪, বিজেপি-তৃণমূলকে ‘ল্যাজেগোবরে’ করতে মাঠে নামছে এসএফআই

সেখানকার গুরুত্বপূর্ণ কাজের দ্বায়িত্বে থাকা এক রেল কর্মীকে বের করে দেন তৃণমূল কংগ্রেসের এক নেত্রী। শাসকদলের এই নেত্রীর নাম ফাল্গুনী সিনহা। তিনি সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। রেলের প্যানেল অপারেটিংয়ের দ্বায়িত্বে ছিলেন রেলকর্মী অনন্ত শাহ। তিনিই সব ট্রেনের যাতায়াতের নজরদারির দ্বায়িত্ব পালন করছিলেন।

গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেলকর্মীদের প্যানেল রুম থেকেই বের করে দিলেন এক তৃণমূলনেত্রী।
বীরভূমের মুরারইয়ে রেল অবরোধ।

আরও পড়ুন- ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! বর্ষার ভয়াল মেজাজ ধুয়ে দেবে কোন কোন জেলা?

এহেন গুরুদায়িত্বে থাকা এক কর্মীকে বিক্ষাভের নামে প্যানেল রুম থেকে বের করে দেওয়ায় তুমুল চর্চা শুরু। স্থানীয় তৃণমূলনেত্রী ফাল্গুনী সিনহা এদিন অবরোধকারীদের সঙ্গে নিয়ে মুরারই রেল ষ্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে ঢুকে পড়েন। কর্মরত প্যানেল অপারেটরকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে দেওয়া হয় তাঁরই নেতৃত্বে, উঠেছে এমনই অভিযোগ।

West Bengal Birbhum Rail Blockade tmc Rail Roko
Advertisment