Advertisment

পুজোর মধ্যেই বড় ঘোষণা মমতার, যুগ যুগ ধরে ডাকা নামটাই একেবারে বদলে দিলেন

মেয়রকে কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
TMC at No 2 with Rs 1609 crore bond redemption rose after Assembly election win

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় আর বস্তি নামে কোনও শব্দ থাকবে না। তৃতীয়ার বিকেলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বস্তি শব্দটির বদলে অন্য নাম ব্যবহার করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী নিজেই বস্তির অন্য নামকরণও করেছেন।

Advertisment

আরও পড়ুন- রুজিরার আর্জি, ইডি-সংবাদ মাধ্যমকে বেনজির নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় আলিপুরের আমরা সকল পল্লি সমিতি পুজো মণ্ডপের। সেখানে হাজির ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভার্চুয়াল মাধ্যমে কথোপকথনের সময় মণ্ডপে হাজির বেশ কয়েকজন দেখিয়ে বলেন, 'দিদি এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয় (ভোটে তৃণমূলকে)। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।' এরপরই মুখ্যমন্ত্রী মেয়রের কাছে জানতে চান ওই বস্তির সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কিনা। ফিরহাদ হাকিমের জবাবের আগেই ফের মমতা বলেন, 'এটাকে বস্তি বলবে না। ঠিকা-স্বত্ব পেয়ে গেলেই তো নিজেদের জায়গা। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও। প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।'

আরও পড়ুন- পুজোর মরশুমে মানবিক মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! কঠিন নির্দেশ দিয়েও শেষে বদল!

বস্তি শব্দের বদলে চূড়ান্ত নাকরণের জন্য তখন মেয়র মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বস্তির বদলে 'উত্তরণ' শব্দটি বস্তির বদলে ব্যবহারের জন্য বলেন। বস্তি শব্দটি আর না করার জন্যও মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দেন। মমতার প্রস্তাব, বস্তির বদলে সেগুলিকে- উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩ নামে যেন নামকরণ করা হয়।

আরও পড়ুন- হঠাৎ মমতা সরকারের প্রতি অতি উদার রাজ্যপাল! কোন রসায়নে?

আরও পড়ুন- পুজোর আগে দারুণ খবর! উচ্চ প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগে যুগান্তকারী নির্দেশ

আরও পড়ুন- পুজোর আকাশ আরও রঙিন করলেন মুখ্যমন্ত্রী! লাখ-লাখ বঙ্গবাসীর ঋণ মকুবের ঘোষণা

KMC Firhad Hakim Mamata Banerjee kolkata Kolkata Municipal Corporation
Advertisment