Advertisment

গৃহবন্দি থেকে মুক্তি? নারদ মামলার রায় জানা যেতে পারে আজ

আদালতের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ নাগাদ বৃহত্তর বেঞ্চে হতে চলেছে নারদ মামলার শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বুধবার ও বৃহস্পতিবার আদালতে নারদ মামলার শুনানি বন্ধের কথা ছিল। দুর্যোগের কথা মাথায় রেখে বুধবার কলকাতা হাইকোর্ট বন্ধ থাকলেও বুধবার রাতে জানান হয় যে কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

Advertisment

আজ সকাল ১১টায় এই মামলায় হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ হবে। আদালতের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ নাগাদ বৃহত্তর বেঞ্চে হতে চলেছে নারদ মামলার শুনানি। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছিল যে, ঘূর্ণিঝড়ের কারণে মামলার শুনানি সম্ভব নয়। তবে এবার ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়েনি কলকাতায়। তাই আগের নির্দেশ বদল করল কলকাতা হাইকোর্ট।

নারদ-কাণ্ডে ১৭ মে মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। হাই কোর্টের ভিডিশন বেঞ্চ ধৃতদের জেলবন্দির পরিবর্তে গৃহবন্দির নির্দেশ দেয়। এরপর মামলা যায় বৃহত্তর বেঞ্চে।

পরবর্তীতে নারদ মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। ফলে ফের কলকাতা হাইকোর্টে ফেরে মামলা। এই মামলার নিষ্পত্তি ও রায় বেরোতে পারে আজই, এমনটাই মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Narada Sting Operation High Court Narada Sting Arrest Narada Sting Case Narada Case CBI
Advertisment