Advertisment

নারদ কান্ডে রত্না চট্টোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডেকে ইডির নোটিস

ফের নড়েচড়ে বসল ইডি। নারদ কেলেঙ্কারি নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে বলা হল শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা তথা অভিনেত্রী-মডেল শ্রেয়া পাণ্ডেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
narada

নারদা কান্ডে হাজিরার নির্দেশ রত্না ও শ্রেয়া।

সারদা কাণ্ডে সিবিআইয়ের তৎপরতার পর নারদ কান্ড নিয়ে আবার নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। নারদ কেলেঙ্কারি মামলায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হলো প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছিন্ন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা তথা অভিনেত্রী-মডেল শ্রেয়া পাণ্ডেকে। এছাড়াও রত্না-ঘনিষ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মলয় ভট্টাচার্য্যকেও তলব করা হয়েছে। আগামী ৯ জুন থেকে ১৭ জুনের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফ থেকে। সূত্রের খবর, রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন এবং প্রয়োজনীয় নথি নিয়ে তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন। তবে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে সংবাদমাধ্যমকে জানান, ইডির নোটিসের বিষয়ে কিছু জানেন না তিনি।

Advertisment

আরও পড়ুন: শোভনের নারদার টাকা কোথায়, তলব মন্ত্রী কন্যা শ্রেয়াকে

উল্লেখ্য, এর আগেও নারদা কাণ্ডে নাম জড়িয়েছিল মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়ার। বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে তাঁকে তলব করেছিল ইডি। প্রাক্তন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও একাধিকবার এর আগে জিজ্ঞাসাবাদ করে ইডি। শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে আসে তদন্তকারিদের বলেও খবর। নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্না দেবীকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারোর কাছে যায় ওই টাকা? সেই নিয়েই পুনরায় রত্না চট্টোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

রত্না দেবী অবশ্য জানান, দুটি নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। তিনি সেগুলি ইডির দপ্তরে জমা দিয়ে আসবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। প্রসঙ্গত, নারদ মামলার তদন্তে নেমে শোভন চট্টোপাধ্যায়কে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। শোভন আঙুল তুলেছিলেন তাঁর স্ত্রী রত্নার দিকে। তার পরে একে একে ডাক পেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন করলে কোনও উত্তর আসেনি।

Advertisment

আরও পড়ুন: কঠোর পরিশ্রম করেও এই বিজেপি নেতারা মন্ত্রিসভা থেকে বাদ

উল্লেখ্য, শোভন-পত্নীকে জিজ্ঞাসাবাদ করার সময় শ্রেয়া পান্ডের নাম উঠে এসেছিল এবং সেখান থেকেই নতুন মোড় নেয় নারদ কান্ডের তদন্ত। শ্রেয়া পাণ্ডে অবশ্য জানিয়েছেন, তিনি বিদেশে রয়েছেন, ইডির তলবের বিষয়ে কিছুই জানেন না। প্রসঙ্গত, নারদ মামলায় ইডি শোভনবাবু ও রত্না দেবীর পাশাপাশি শোভনবাবুর বান্ধবী বৈশাখী চট্টোপাধ্যায়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলা নারদ কাণ্ডে এর আগে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের বেশ কয়েকজন নেতার। মামলায় নাম জড়ায় রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, মেয়র ফিরহাদ হাকিম, বিজেপি নেতা মুকুল রায়-সহ একাধিক হেভিওয়েট নেতাদের।

narada Enforcement Directorate
Advertisment