Idol Made: এক দশকেরও বেশি সময় ধরে আপন ইচ্ছায় অপূর্ব সব কীর্তি গড়ে চলেছেন এই বৃদ্ধ। বয়সের ভারে এখন অবশ্য সব কাজ একা সামলে উঠতে পারেন না। তাঁকে একাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরই দুই সহকর্মী। বৃদ্ধের এমন অপূর্ব সৃষ্টির প্রশংসা গোটা এলাকায়।
Idol Made: টালি চালার ছোট্ট ঘরে বসেই এক দশকেরও বেশি সময় ধরে ঠাকুরের মূর্তি তৈরির কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রবীণ এই ভদ্রলোক। গত ১২ বছর ধরে নানা দেবদেবীর মূর্তি বানিয়ে চলেছেন দত্তপুকুরের নারায়ণ চন্দ্র পাল। তবে বয়সের ভারে এখন সব কাজ একা হাতে সামলাতে পারেন না। রেখেছেন দুই সহকর্মীকে। নারায়ণবাবুর সঙ্গে হাতে হাত মিলিয়ে তাঁরাও এখন তুমুল ব্যস্ত মূর্তি তৈরির কাজে।
Advertisment
দত্তপুকুরের নরসিংহপুর এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র পাল। দীর্ঘদিন ধরে মূর্তি তৈরির কাজ করে চলেছেন তিনি। ছাঁচের ঠাকুর থেকে শুরু করে নানারকমের মূর্তি বানিয়ে চলেছেন এই প্রবীণ শিল্পী। বয়সের ভারে এখন আর সব কাজ নিজে করে উঠতে পারেন না। তাঁর সহকর্মীরা এখন সেই কাজ অনেকটাই সামলে নেন।
নারায়ণবাবুর ছেলে অলোক পাল স্কাল্পচার স্টাডিতে গোল্ড মেডেলিস্ট। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে থাকেন। তবে নারায়ণ চন্দ্র পাল রয়েছেন বাডিতেই। নরসিংহপুরের ছোট্ট ঘরে গত এক দশকেরও বেশি সময় ধরে ঠাকুরের মূর্তি বানানোর কাজ করে চলেছেন তিনি।
শিল্পীর কথায়, "আমরা ঠাকুর বানাই না বাবু, শিল্প বানাই।" বলতে বলতে আপন মনে মূর্তি তৈরির কাজেই মনোনিবেশ প্রবীণের। বয়স হলেও জেদটা এতটুকু কমেনি। অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করেই তিনি করে চলেছেন মূর্তি তৈরির কাজ।