Advertisment

PM Modi Barasat Rally Updates: 'নারীশক্তি জাগছে, বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে', ভবিষ্যদ্বাণী প্রধানমন্ত্রী মোদীর

PM Modi's Rally Bengal's Barasat: আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় বারাসতে দাঁড়িয়ে দেশে নারী শক্তির জয়জয়কার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। আরামবাগ ও কৃষ্ণনগরের মতই সরব হলেন সন্দেশখালিতে ইস্যুতে। দাবি করলেন, 'বাংলায় তৃণমূল কংগ্রেস নামে গ্রহণ চলছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Narender Modi-s rally in Bengal Barasat amid Sandeshkhali Row , বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভ আপডেট

Modi In Bengal: বারাসতের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- পার্থ পাল

Bengal Barasat Rally Live: দুয়ারে লোকসভা। বিজেপির নজরে মহিলা ভোট। তাই বারাসতের সভা থেকেই সন্দেশখালি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় লোকসভা ভোটের প্রচারে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বারাসতে সন্দেশখালির নির্যাতিতারা হাজির ছিলেন। তাঁদের সামনেই মোদী গর্জে উঠে বললেন, 'মা-বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালিতে যা যা হয়েছে, তাতে যে কারোর মাথা লজ্জায় ডুবে যাবে। কিন্তু এখানকার তৃণমূলের সরকারের আপনার দুঃখে কিছু যায় আসে না।'

Advertisment

এতটুকুতেই থামেননি প্রধানমন্ত্রী। বারাসতের পাশেই বসিরহাট লোকসভা কেন্দ্র। ওই কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি এলাকা। মোদীর ভবিষ্যদ্বাণী, 'বাংলার মহিলাদের দোষীদের বাঁচাতে পুরো শক্তি লাগিয়েছে। কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য।গরিব, দলিত আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা জায়গায় অত্যাচার করছে, কিন্তু টিএমসি সরকারকে আপনার অত্যাচারী নেতার ওপর ভরসা রয়েছে, বাংলার মা-বোনেদের ওপর ভরসা নেই। এই কারণেই বাংলার মেয়েরা আক্রোশে রয়েছে। এই আক্রোশ সন্দেশখালি পর্যন্তই সীমিত নেই, সম্পূর্ণ বাংলাতেই সন্দেশখালির ঝড় উঠবে।'

বিজেপি কীভাবে নারীশক্তিকে বিকশিত ভারতের অংশ করেছে বারাসতের সভায় তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তৃণমূলকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেছেন, 'আমি দেখছি তৃণমূলের মাফিয়ারাজ ধ্বংস করতে বাংলার নারীশক্তি জেগে উঠবে। সন্দেশখালির মহিলারাই দেখিয়েছে, তাঁদের আওয়াজ শুনবে কেবল বিজেপি। তোলাবাজদের হয়ে কাজ করা তৃণমূল সরকার মেয়েদের কথা শুনবে না। যেখানে কেন্দ্র সরকার ধর্ষণের মতো অভিযোগের জন্য ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। মহিলারা যাতে অভিযোগ জানাতে পারে, তাই মহিলা হেল্পলাইন বানিয়েছে। কিন্তু এখানে এই সুবিধা লাগু হতে দিচ্ছে না।'

আরও পড়ুন- Bengal CM Mamata Banerjee: রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

নারী শক্তির বিকাশের কথা বলতে গিয়ে বিরোধী ইন্ডি-জোটকেও আক্রমণ করেছেন মোদী। বলেছেন, 'আমরা সস্তায় সিলিন্ডার দিচ্ছি। কিন্তু উজ্জ্বলা সংযোগের জন্য ১৪ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন আটকে পড়ে রয়েছে বাংলাতেই। যেখানে যেখানে জোট সরকার আছে, এই ধরণের সমস্যা হচ্ছে। বাংলায় পিএম আবাস যোজনায় ২৪ লক্ষ মহিলার নামে রয়েছে।' তাঁর দাবি, 'মহিলাদের সুরক্ষাই মোদীর গ্যারান্টি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজে জন্ম নিয়েছেন। মোদী মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। ইন্ডি-জোটের লোক তখনও কী করেছিল, মনে আছে? বাংলায় তৃণমূল নামের যে গ্রহণ লেগে রয়েছে, তাতে অগ্রগতি আটকে যাবে। যেখানে ইন্ডি -জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডি জোটকে হারাতে হবে।'

চাষের কাজের সুবিধায় মোদীর মুখে এদিন 'নমো ড্রোন দিদি' প্রকল্পের কথা শোনা গিয়েছে। তুলে ঘরেন 'লাখপতি দিদি' প্রকল্পের কথাও।

এদিন ভাষণের শুরুতেই ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই বললেন, 'বাংলার মা-বোনেরা ও ভাই বন্ধুকে প্রণাম। আজকের এই সভার ভিড়ই প্রমাণ করছে, বিজেপি কীভাবে নারীশক্তিকে বিকশিত ভারতের শক্তি বানাচ্ছে।' পরিবার নিয়ে বিরোদীদের কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এই বার এনডিএ সরকার। কেন্দ্র সরকারে এনডিএ সরকারের জয়ের নিশ্চয়তা দেখে ইন্ডিয়া জোটের সকলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মোদীকে গালি দিতে শুরু করেছে। আজকাল আমার পরিবারের ব্যাপারেও কথা বলছে। ওরা বলছে, মোদীর নিজের পরিবারই নেই। তাই আমি পরিবারবাদের বিরুদ্ধে কথা বলছে। ওরা জানতে চায়, আমার পরিবার কোথায়? পরিবারবাদের ওই মানুষগুলো আজ এখানে এসে দেখে যাক। এটাই তো আমার পরিবার। মোদী যখন সমস্যায় পড়েন, তখন কবচের মতো বাংলার মা-বোনেরা দুর্গার মতো ঘিরে রাখেন।

  • Mar 06, 2024 13:20 IST
    ইন্ডি' জোটকে তুলোধনা মোদীর, মহিলাদের কাছে কীসের আহ্বান?

    'আমরা সস্তায় সিলিন্ডার দিচ্ছি। কিন্তু উজ্জ্বলা সংযোগের জন্য ১৪ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন আটকে পড়ে রয়েছে বাংলাতেই। যেখানে যেখানে জোট সরকার আছে, এই ধরণের সমস্যা হচ্ছে। বাংলায় পিএম আবাস যোজনায় ২৪ লক্ষ মহিলার নামে রয়েছে। মহিলাদের সুরক্ষাই মোদীর গ্যারান্টি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজে জন্ম নিয়েছেন। মোদী মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। 'ইন্ডি' জোটের লোক তখনও কী করেছিল, মনে আছে? বাংলায় তৃণমূল নামের যে গ্রহণ লেগে রয়েছে, তাতে অগ্রগতি আটকে যাবে। যেখানে 'ইন্ডি' জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডি জোটকে হারাতে হবে। '



  • Mar 06, 2024 13:19 IST
    ইন্ডি' জোটকে তুলোধনা মোদীর

    'আমরা সস্তায় সিলিন্ডার দিচ্ছি। কিন্তু উজ্জ্বলা সংযোগের জন্য ১৪ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন আটকে পড়ে রয়েছে বাংলাতেই। যেখানে যেখানে জোট সরকার আছে, এই ধরণের সমস্যা হচ্ছে। বাংলায় পিএম আবাস যোজনায় ২৪ লক্ষ মহিলার নামে রয়েছে। মহিলাদের সুরক্ষাই মোদীর গ্যারান্টি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজে জন্ম নিয়েছেন। মোদী মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। 'ইন্ডি' জোটের লোক তখনও কী করেছিল, মনে আছে? বাংলায় তৃণমূল নামের যে গ্রহণ লেগে রয়েছে, তাতে অগ্রগতি আটকে যাবে। যেখানে 'ইন্ডি' জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডি জোটকে হারাতে হবে। '



  • Mar 06, 2024 13:18 IST
    নজরে মহিলা ভোট, মোদীর নিশানায় মমতা সরকার

    'মহিলাদের জন্য বাংলায় কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার। বেটি বচাও  বেটি পড়াও প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে।'



  • Mar 06, 2024 13:18 IST
    নজরে মহিলা ভোট, মোদীর নিশানায় মমতা সরকার

    'মহিলাদের জন্য বাংলায় কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার। বেটি বচাও  বেটি পড়াও প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে।'



  • Mar 06, 2024 13:14 IST
    নমো ড্রোন দিদি'

    'মুদ্রা যোজনায় নিজের ব্যবসা শুরু করার বিষয়েও মেয়েরাই এগিয়ে। ১.৫ লক্ষ কেবল বাংলার মহিলাই উপকৃত। পিএম কিষাণ সম্মানেও ৩ কোটি মহিলা কৃষকও প্রথমবার টাকা পেয়েছেন। আমরা পিএম বিশ্বকর্মা যোজনা এনেছি। ১৩ হাজার কোটি টাকার বেশি খরচ করা হচ্ছে তাতে। মোদী গ্রামের মহিলাদের জন্য 'নমো ড্রোন দিদি' যোজনা শুরু করা হয়েছে। তাতে ড্রোন, পাইলটের ট্রেনিং দেওয়া হচ্ছে। তাতে মহিলাদের ড্রোন দেওয়া হবে, তাতে চাষের কাজে ব্যবহার করা হবে।'



  • Mar 06, 2024 13:13 IST
    ইন্ডি' জোটকে তুলোধনা মোদীর, মহিলাদের কাছে কীসের আহ্বান?

    'আমরা সস্তায় সিলিন্ডার দিচ্ছি। কিন্তু উজ্জ্বলা সংযোগের জন্য ১৪ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন আটকে পড়ে রয়েছে বাংলাতেই। যেখানে যেখানে জোট সরকার আছে, এই ধরণের সমস্যা হচ্ছে। বাংলায় পিএম আবাস যোজনায় ২৪ লক্ষ মহিলার নামে রয়েছে। মহিলাদের সুরক্ষাই মোদীর গ্যারান্টি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজে জন্ম নিয়েছেন। মোদী মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। 'ইন্ডি' জোটের লোক তখনও কী করেছিল, মনে আছে? বাংলায় তৃণমূল নামের যে গ্রহণ লেগে রয়েছে, তাতে অগ্রগতি আটকে যাবে। যেখানে 'ইন্ডি' জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডি জোটকে হারাতে হবে। '



  • Mar 06, 2024 13:07 IST
    মোদীর নজরে মহিলা ভোট, হাতিয়ার 'লাখপতি দিদি'

    'জনধন যোজনায় কয়েক কোটি মহিলা অ্যাকাউন্ট খুলেছে। তার মধ্যে কেবল তিন কোটি মহিলা বাংলারই। স্বনির্ভর গোষ্ঠীতে মহিলার সংখ্যা ১০ কোটির বেশি পেরিয়ে গিয়েছে। বাংলার স্বনির্ভর গোষ্ঠীকেও ৯০ হাজার কোটি টাকার সাহায্য করা হয়েছে। কৃষিক্ষেত্রে, শিল্পে, কুটিরশিল্পে মহিলারা অগ্রণী। আমাদের প্রয়াস গ্রামের থাকা আপনাদের মতো মহিলাকে লাখপতি দিদি বানানো। গ্রামে গ্রামে এত লাখপতি দিদি যখন থাকবে, তাহলে গ্রামের ছবিটাই বদলে যাবে। ১ কোটি মহিলাকে লাখপতি দিদি বানাতে বিজেপি সফল। বাংলাতেও ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়ে গিয়েছেন।'



  • Mar 06, 2024 13:06 IST
    নির্যাতিতাদের সহায়তায় কী করেছে মোদী সরকার?

    'সন্দেশখালির মহিলারাই দেখিয়েছে, তাঁদের আওয়াজ শুনবে কেবল বিজেপি। তোলাবাজদের হয়ে কাজ করা তৃণমূল সরকার মেয়েদের কথা শুনবে না। যেখানে কেন্দ্র সরকার ধর্ষণের মতো অভিযোগের জন্য ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। মহিলারা যাতে অভিযোগ জানাতে পারে, তাই মহিলা হেল্পলাইন বানিয়েছে। কিন্তু এখানে এই সুবিধা লাগু হতে দিচ্ছে না।'



  • Mar 06, 2024 13:00 IST
    মোদীর মুখে 'সন্দেশখালি ঝড়'

    বারাসতেও সন্দেশখালি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। বললেন, 'মা-বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালিতে যা যা হয়েছে, তাতে যে কারোর মাথা লজ্জায় ডুবে যাবে। কিন্তু এখানকার তৃণমূলের সরকারের আপনার দুঃখে কিছু যায় আসে না। বাংলার মহিলাদের দোষীদের বাঁচাতে পুরো শক্তি লাগিয়েছে। কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। গরিব, দলিত আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা জায়গায় অত্যাচার করছে, কিন্তু টিএমসি সরকারকে আপনার অত্যাচারী নেতার ওপর ভরসা রয়েছে, বাংলার মা-বোনেদের ওপর ভরসা নেই। এই কারণেই বাংলার মেয়েরা আক্রোশে রয়েছে। এই আক্রোশ সন্দেশখালি পর্যন্তই সীমিত নেই, সম্পূর্ণ বাংলাতেই সন্দেশখালির ঝড় উঠবে।'



  • Mar 06, 2024 12:54 IST
    পরিবার নিয়ে কটাক্ষের জবাব মোদীর

    প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটাক্ষ করেছিল 'ইন্ডিয়া' জোটের নেতারা। বারাসতে দাঁড়িয়ে তারই জবাব দিলেন মোদী। বললেন, গোটা দেশ বলছে, বাংলা বলছে, প্রত্যেক মা বোন বলছে, ‘এই বার এনডিএ সরকার। কেন্দ্র সরকারে এনডিএ সরকারের জয়ের নিশ্চয়তা দেখে ইন্ডিয়া জোটের সকলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মোদীকে গালি দিতে শুরু করেছে। আজকাল আমার পরিবারের ব্যাপারেও কথা বলছে। ওরা বলছে, মোদীর নিজের পরিবারই নেই। তাই আমি পরিবারবাদের বিরুদ্ধে কথা বলছে। ওরা জানতে চায়, আমার পরিবার কোথায়? পরিবারবাদের ওই মানুষগুলো আজ এখানে এসে দেখে যাক। এটাই তো আমার পরিবার। মোদী যখন সমস্যায় পড়েন, তখন কবচের মতো বাংলার মা-বোনেরা দুর্গার মতো ঘিরে রাখেন। '



  • Mar 06, 2024 12:53 IST
    মোদীর মুখে রাসমণি, মাতঙ্গিনীদের কথা

    বাংলায় নারীদের অবস্থার কথা বলতে গিয়ে রাসমণি, মাতঙ্গিনীদের কথা প্রধানমন্ত্রীর মুখে। বললেন, 'দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না।'  



  • Mar 06, 2024 12:49 IST
    পরিবার নিয়ে কটাক্ষের জবাব মোদীর

    প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটাক্ষ করেছিল 'ইন্ডিয়া' জোটের নেতারা। বারাসতে দাঁড়িয়ে তারই জবাব দিলেন মোদী। বললেন, গোটা দেশ বলছে, বাংলা বলছে, প্রত্যেক মা বোন বলছে, ‘এই বার এনডিএ সরকার। কেন্দ্র সরকারে এনডিএ সরকারের জয়ের নিশ্চয়তা দেখে ইন্ডিয়া জোটের সকলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মোদীকে গালি দিতে শুরু করেছে। আজকাল আমার পরিবারের ব্যাপারেও কথা বলছে। ওরা বলছে, মোদীর নিজের পরিবারই নেই। তাই আমি পরিবারবাদের বিরুদ্ধে কথা বলছে। ওরা জানতে চায়, আমার পরিবার কোথায়? পরিবারবাদের ওই মানুষগুলো আজ এখানে এসে দেখে যাক। এটাই তো আমার পরিবার।'



  • Mar 06, 2024 12:46 IST
    পরিবার নিয়ে কটাক্ষের জবাব মোদীর

    প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটাক্ষ করেছিল 'ইন্ডিয়া' জোটের নেতারা। বারাসতে দাঁড়িয়ে তারই জবাব দিলেন মোদী। বললেন, গোটা দেশ বলছে, বাংলা বলছে, প্রত্যেক মা বোন বলছে, ‘এই বার এনডিএ সরকার। কেন্দ্র সরকারে এনডিএ সরকারের জয়ের নিশ্চয়তা দেখে ইন্ডিয়া জোটের সকলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মোদীকে গালি দিতে শুরু করেছে। আজকাল আমার পরিবারের ব্যাপারেও কথা বলছে। ওরা বলছে, মোদীর নিজের পরিবারই নেই। তাই আমি পরিবারবাদের বিরুদ্ধে কথা বলছে। ওরা জানতে চায়, আমার পরিবার কোথায়? পরিবারবাদের ওই মানুষগুলো আজ এখানে এসে দেখে যাক। এটাই তো আমার পরিবার। মোদী যখন সমস্যায় পড়েন, তখন কবচের মতো বাংলার মা-বোনেরা দুর্গার মতো ঘিরে রাখেন। '



  • Mar 06, 2024 12:41 IST
    নারী শক্তির বিকাশ, মেট্রোর রুট বৃদ্ধি নিয়ে মোদীর স্তুতি

    প্রধানমন্ত্রী বললেন, 'আপনারা পরম্পরা ভেঙেছে। পুরুষের ম্যারাথন তো শুনেছেন, এবার গ্রামে গ্রামে মহিলারা নারীশক্তি বন্দনার জন্য দৌড়েছেন। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়েছেন। দেশের পাবলিক ট্রান্সপোর্টকে আধুনিক বানানো হয়েছে। আমি যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, তখন আকর্ষণ ছিল, মেট্রো দেখব। এখন কলকাতা মেট্রো এটার সাক্ষী বিজেপি সরকার কতটা দ্রুত গতিতে বিকাশ করছে। ২০১৪ সালের আগে গত ৪০ বছরে কলকাতা মেট্রোর কেবল ২৮ কিলোমিটার রুট হয়েছিল। কিন্তু বিজেপির আমলে এই ১০ বছরে আরও ৩১ কিলোমিটার রুট বেড়ে গিয়েছে মেট্রোর।'



  • Mar 06, 2024 12:32 IST
    মোদীর মুখে 'জয় মা কালী', 'জয় মা দুর্গা'

    'জয় মা কালী', 'জয় মা দুর্গা'  বলে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই বললেন, 'বাংলার মা-বোনেরা ও ভাই বন্ধুকে প্রণাম। আজকের এই সভার ভিড়ই প্রমাণ করছে, বিজেপি কীভাবে নারীশক্তিকে বিকশিত ভারতের শক্তি বানাচ্ছে। দেশের মহিলারা প্রযুক্তির মাধ্যমে আমাদের এই সভার সঙ্গে যুক্ত হতে পারছেন।'



bjp PM Narendra Modi West Bengal modi Barasat PM Modi Sandeshkhali
Advertisment