/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Dol-Mamata.jpg)
Happy Holi 2024: দোলের শুভেচ্ছাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর।
Happy Holi 2024: রঙের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে দোল উৎসবে সামিল বঙ্গবাসী। সবাইকে দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
দোলের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?
"সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক – এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।"
আরও পড়ুন-Sayani Ghosh: দোলে রঙিন সায়নী! নিজের পাড়ায় মেতে উঠলেন বসন্ত উৎসবের আনন্দে
সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন।
শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক – এই প্রার্থনা করি।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।— Mamata Banerjee (@MamataOfficial) March 25, 2024
অন্যদিকে দেশবাসীকে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি তাঁর X বার্তায় লিখেছেন, "আমার দেশের সকল পরিবারের সদস্যদের হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ ও সম্প্রীতির রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক নতুন শক্তি ও নতুন উদ্যম।"
আরও পড়ুন- Sundarban: আত্মারাম খাঁচাছাড়া পর্যটকদের! সুন্দরবনে একেবারে বাঘের মুখোমুখি পর্যটকরা! তারপর?
देश के मेरे सभी परिवारजनों को होली की अनेकानेक शुभकामनाएं। स्नेह और सद्भाव के रंगों से सजा यह पारंपरिक पर्व आप सभी के जीवन में नई ऊर्जा और नया उत्साह लेकर आए।
— Narendra Modi (@narendramodi) March 24, 2024