Advertisment

Happy Holi 2024: রঙের উৎসবে মাতোয়ারা বাংলা, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Happy Holi 2024: রঙের উৎসবে মাতোয়ার গোটা বাংলা। হোলির আনন্দে মেতে গোটা দেশ। বিশেষ এই আবহে দেশবাসীকে দোল ও হোলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi and Mamata Banerjee wishes Happy Holi 2024

Happy Holi 2024: দোলের শুভেচ্ছাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর।

Happy Holi 2024: রঙের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে দোল উৎসবে সামিল বঙ্গবাসী। সবাইকে দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisment

দোলের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

"সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক – এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।"

আরও পড়ুন-Sayani Ghosh: দোলে রঙিন সায়নী! নিজের পাড়ায় মেতে উঠলেন বসন্ত উৎসবের আনন্দে

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে একমঞ্চে CPIM প্রার্থী! একদা লালদুর্গ বর্ধমানে হইচই!

অন্যদিকে দেশবাসীকে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি তাঁর X বার্তায় লিখেছেন, "আমার দেশের সকল পরিবারের সদস্যদের হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ ও সম্প্রীতির রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক নতুন শক্তি ও নতুন উদ্যম।"

আরও পড়ুন- Sundarban: আত্মারাম খাঁচাছাড়া পর্যটকদের! সুন্দরবনে একেবারে বাঘের মুখোমুখি পর্যটকরা! তারপর?

narendra modi Dol Utsav 2024 Holi Festival holi Mamata Banerjee
Advertisment