Advertisment

Modi-Mamata: মমতার প্রশাসনের প্রশংসায় মোদী! ভরা-সভায় 'ধন্যবাদ-জ্ঞাপন' চর্চায়!

Lok Sabha Election 2024: এদিন কোচবিহারের রাসলীলা ময়দানে কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রমাণিক এবং আলিপুরদুয়ার কেন্দ্রের BJP প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে নির্বাচনী জনসভা মোদীর। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও এই মাঠেই প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
narendra modi cooch behar lok sabha election 2024 campign

Narendra Modi-Mamata Banerjee: নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Narendra Modi in Cooch Behar: দলের প্রার্থী ঘোষণার পর এই প্রথম বাংলায় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোচবিহারের (Cooch Behar) রাসলীলা ময়দানের সভায় বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু প্রধানমন্ত্রীর। তবে এদিন শুরুতেই আক্রমণের রাস্তায় না গিয়ে বরং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা গেল BJP-র শীর্ষ সেনাপতিকে।

Advertisment

মমতার প্রশাসনকে ধন্যবাদ জানালেন মোদী:

২০১৯ সালে লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls) কোচবিহারের এই রাসলীলা ময়দানেই প্রকাশ্য জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। তবে তাঁর অভিযোগ, সেবার রাসলীলা ময়দানের মাঝ বরাবর মঞ্চ তৈরি করে মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। যাতে তাঁর ভাষণ সবাই শুনতে বা তাঁকে সবাই দেখতে না পান সেই জন্যই মমতা বন্দ্যেপাধ্যায়ের নির্দেশে স্থানীয় প্রশাসন একাজ করেছিল বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

এপ্রসঙ্গে মোদী এদিন বলেন, "মমতা দিদিকে ধন্যবাদ। ২০১৯-এ এই মাঠেই সভা করতে এসেছিলাম। উনি মাঠের মাঝে বড় মঞ্চ তৈরি করে মাঠ ছোট করে দিয়েছিলেন। যাতে মোদীকে মানুষ শুনতে না পান। আমি ওই দিনই বলেছিলাম, দিদি এটা ঠিক করেননি। জনতা এর জবাব দেবেন। মানুষ মমতা দিদিকে জবাব দিয়েছেন। তবে এবারের সভায় কোনও বাধা না দেওয়ায় রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।"

আরও পড়ুন- Mamata Banerjee: ‘অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখ’, নিশীথকে তুলোধনা করে মমতা আর যা যা বললেন…

এছাড়াও এদিন ফের একবার মোদীর মুখে সন্দেশখালির (Sandeshkhali) প্রসঙ্গ শোনা যায়। সন্দেশখালি ইস্যুতে আবারও রাজ্যের শাসকদলকে তুলোধনা করেছেন নমো। তিনি এদিন বলেন, "সন্দেশখালির দোষীদের বাঁচাতে কীভাবে তৃণমূল পুরো শক্তি লাগিয়ে দিয়েছে তা গোটা দেশ দেখেছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে তা তৃণমূল করেছে। বিজেপি সংকল্প নিয়েছে, সন্দেশখালির দোষীদের শাস্তি দিয়েই ছাড়বে। সন্দেশখালির দোষীরা সাজা পাবেই। বাংলার বিকাশের জন্য এখানে বিজেপির মজুবত হওয়া দরকার। বিজেপিই এখানে মা-বোনেদের উপর হওয়া অত্যাচার রুখতে পারবে।"

আরও পড়ুন- Mamata Banerjee: ‘বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গল ইঞ্জিন দিও না’, এবার কেন একথা মমতার মুখেই?

এদিন কোচবিহারের রাসলীলা ময়দানে কোচবিহার (Cooch Behar) লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রমাণিক (Nisith Pramanik) এবং আলিপুরদুয়ার (Alipurduar) কেন্দ্রের BJP প্রার্থী মনোজ টিগ্গার (Manoj Tigga) সমর্থনে নির্বাচনী জনসভা করেন মোদী (Modi)। বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহার ছিল সরগরম। একইদিনে এই জেলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে পুলিশ মহলেও ব্যস্ততা ছিল তুঙ্গে। এদিন সকালে মাথাভাঙায় নির্বাচনী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রাসলীলা ময়াদনে দলীয় প্রার্থীদের সমর্তনে সভা নমোর।

Cooch Behar Mamata Banerjee narendra modi loksabha election 2024
Advertisment