Advertisment

Narendrapur Murder: মায়ের হাত খুন নাবালক সন্তান, বাংলার বুকে নারকীয় হত্যাকাণ্ড

Narendrapur Murder: খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে সাথে করে নিয়ে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার মহিলারা তার উপর হামলে পড়ে। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

author-image
Mina Mondal
New Update
Murder

প্রতীকী ছবি

Crime News Bengal: ছেলেকে খুনের ভয়ঙ্কর অভিযোগ মায়ের বিরুদ্ধেই। ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাকে পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। খুনের কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। 

Advertisment

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল, স্ত্রী তনুজা মন্ডল। তাদের দুটি পুত্র সন্তান হয়। মাত্র ৬-৭ মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বড় ছেলের নাম দেবজিত মন্ডল (৮)। স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেনিতে পড়ত। আজ সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে যায়। মাছের ব্যবসার সাথে যুক্ত সে। বাড়িতে ছেলেকে একাই ছিল তনুজা। ঠাকুমা সকালে ১০টা নাগাদ আসে। এসে নাতির খোঁজ শুরু করে। সেইসময় বাড়িতে ছিল না বাচ্ছাটির মাও। প্রতিবেশীদের কাছেও জিজ্ঞাসা করে। খোঁজ শুরু হলে খাটের মধ্যে কম্বল চাপা অবস্থায় উদ্ধার হয় ছেলের মৃতদেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে সাথে করে নিয়ে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার মহিলারা তার উপর হামলে পড়ে। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Murder
Advertisment