Advertisment

বাংলায় নারী নির্যাতন: অভিযোগ পেয়েই সক্রিয় কমিশন, তড়িঘড়ি কী পদক্ষেপ?

জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
two tribal women of malda filed a complaint with the national commission for women and the st Commission , আরও কড়া সিদ্ধান্ত মালদহের দুই নির্যাতিতার, এবার কী করলেন?

জেল থেকে মুক্তির পর মঙ্গলবার দুই নির্যাতিতাকে সংবর্ধনা দেওয়ার হচ্ছে।

মালদায় দুই আদিবাসী মহিলাকে নির্যাতনের ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। দু’সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট তলবের প্রসঙ্গ কমিশনের তরফে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-কেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

Advertisment

ওই দুই মহিলাকে নির্যাতনের ঘটনার জেরে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি'র তরফে গত ২৩ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি করেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদা জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

গত শুক্রবার রাতে মালদায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে গণপ্রহারের একটি ভিডিয়ো ভাইরাল হয়। শনিবার থেকেই বাংলায় নারী নির্যাতন নিয়ে সরব হতে দেখা যায় বঙ্গ বিজেপি নেতাদের। শুরু হয় শাসক-বিরোধী টানাপোড়েন। তবে পুলিশের দাবি ছিল ওই ভিডিও ছিল ওই সপ্তাহে মঙ্গলবারের। পাল্টা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে তাদের দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই মহিলার অবশ্য দাবি, ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও সঙ্গেও যুক্ত ছিলেন না। শেষ পর্যন্ত ঘটনার সাত দিন পর গতকাল (মঙ্গলবার, ২৫শে জুলাই ২০২৩) জামিনে জেল থেকে ছাড়া পান ওই দুই আদিবাসী নির্যাতিতা।

Human Rights Maldah Malda
Advertisment