ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের জাতীয় স্কলারশিপে মনোনীত হলেন বাংলার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সত্যজিৎ বর। নাটক বিভাগে বিশেষ কৃতিত্বের জন্য সত্যজিৎ জাতীয় পর্যায়ের স্কলারশিপ পেতে চলেছেন। এই খবর প্রকাশিত হতেই খুশি হওয়া বইছে জেলা জুড়ে।
ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিবছর শিল্পের ভিন্ন বিভাগে বিভিন্ন বয়সের প্রতিভাধর শিল্পীদের জাতীয় স্কলারশিপের আয়োজন করে থাকে। উচ্চাঙ্গ সংগীত, নজরুল গীতি, মুখাভিনয়, নাটক, নৃত্য, রবীন্দ্র সংগীত, দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতি বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে বিভিন্ন বিভাগে স্কলারশিপ দেওয়া হয়। পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হয়। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে দু'বছর শিল্পীদের বাছাই পর্ব চলে।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ব্লকের বারবার গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে সত্যজিৎ বর। বর্তমানে সত্যজিৎ বাংলা বিভাগে এমএ পাঠরত। পড়াশোনার পাশাপাশি নাটকেও সমান দক্ষতার সঙ্গে সত্যজিৎ এগিয়ে চলেছে। সেই স্বপ্নপূরণ, অদেখা অন্ধকার, ত্যাগ, সচেতনামূলক নাটক সাইবার ক্রাইম, গতি ও বিভিন্ন নাটকে সত্যজিৎ তাঁর অভিনয় দক্ষতা প্রকাশ করেছে। এই খুশির খবর পাওয়ার পর সত্যজিতের পরিবার অত্যন্ত খুশি।
সত্যজিৎ বর আনন্দের সহিত জানান, শিল্পকৃতি নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি নিজে গর্বিত। ওই নাট্য সংস্থার কর্ণধার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য, অভিনেতা ও নির্দেশক সুরজিত সিনহার তত্ত্বাবধানে দু'বছরের নাট্য প্রশিক্ষণের জন্য নিয়োজিত থাকার কারণে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে। গুরু সুরজিৎ সিনহা জানান ইতিপূর্বেই দলের কনিষ্ঠ সদস্য সৌমেন মণ্ডল ভারত সরকারের সংস্কৃতিমন্ত্রক থেকে স্কলারশিপ পেয়েছে, তারপরেও সত্যজিৎ সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচজনের মধ্যে অন্যতম। এতে নাট্য দলের পাশাপাশি জেলার নাট্য মহলে খুশি হওয়া বইছে।