Advertisment

পঞ্চায়েতের আগের দিনই হাইকোর্টে নওশাদ! কী হল?

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, সহবাসের অভিযোগে শরগরম।

author-image
IE Bangla Web Desk
New Update
nawsad siddique expressed his opinion on west bengal day celebration

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

নওশাদের বিরুদ্ধে ধর্ষণ, সহবাসের মত অভিযোগে শরগরম। এবার ওই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।

Advertisment

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদের বিরুদ্ধে, সহবাস, ধর্ষণের অভিযোগ করে প্রথমে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূলের সম্পাদিকা। অভিযোগকারিণী জানিয়েছেন, দেড় বছর আগে তাঁকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে নিজের অফিসে আটকে রেখে ধর্ষণ করেছেন নওশাদ। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েক বার সহবাস করেছেন আইএসএফ বিধায়ক। এরপর অভিযোগকারিণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে এড়িয়ে যেতে থাকেন নওশাদ। প্রকাশ্যে তা না জানানোর জন্য বিধায়ক কখনও নিজে, কখনও সহকারীদের দিয়ে মহিলাকে হুমকি দেন। মহিলার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই বৌবাজার থানায় নওশাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। যা 'রাজনৈতিক ষড়যন্ত্র' বলে দাবি করেন নৌশাদ।

এরপরই ওই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান নৌশাদ। যা গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচী।

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ, ৩২০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ISF Calcutta High Court naushad siddiqui
Advertisment