এবার কি কেন্দ্রের জেড ক্যাটাগরির সুরক্ষা পেতে চলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী? গত শুক্রবারই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন নওশাদ। সেই চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ভাঙড়ের বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে কেন্দ্র তৎপরতা শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। যদিও সোমবার নওশাদ সিদ্দিকী নিজে জানিয়েছেন, কেন্দ্রের তাঁকে জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়া নিয়ে এদিন পর্যন্ত তাঁর কাছে কোনও খবর আসেনি।
কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পেতে পারেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়ককে জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে পারে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়ত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায়-দফায় উত্তাল পরিস্থিতি হয়েছে ভাঙড়ে। বোমাবাজি, গুলি, মারামারি, সংঘর্ষ বাদ যায়নি কিছুই। মুড়ি-মুড়কির মতো পড়া বোমায় টানা কয়েকদিন ভাঙড়ের আকাশ-বাতাসে ছিল কালো ধোঁয়ার দাপট।
আরও পড়ুন- মনোনয়নেই মৃত্যু-মিছিল! রক্তস্নান বাংলায়, হিংসা রুখতে উদ্যোগই সার? সুরাহা কি অসম্ভব?
ভাঙড়ে বিরোধীদের বিশেষ করে আইএসএফ কর্মীদের মনোনয়ন জমায় বাধা দিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ নওশাদের। তিনি নিজে দাঁড়িয়ে থেকেও দলের কর্মীদের মনোনয়ন জমা করাতে হিমশিম খেয়েছেন। এই পরিস্থিতিতে এবার তিনি প্রাণনাশের আশঙ্কা করতে শুরু করেন।
গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতেও নিজের সেই আশঙ্কার কথা জানিয়েছিলেন নওশাদ। কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি। এরই পাশাপাশি রাজ্য সরকারের কাছেও পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন নওশাদ।