পঞ্চায়েত ভেটারে প্রচারে গিয়ে এবার মতুয়া মন পেতে জোর তৎপরতা শুরু আইএসএফ-এর। নওশাদ সিদ্দিকির মুখে এবার হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গ উঠে এল। এব্যাপারে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন নওশাদ।
কিছুদিন আগে একটি বক্তব্যে মতুয়াদের আরাধ্য হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামের ভুল উচ্চারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে পরবর্তী সময়ে মতুয়া সমাজের একটি বড় অংশ তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তাঁকে নজিরবিহীন আক্রমণ শানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েত ভোচের প্রচারে গিয়ে ঝাঁঝালো ভাষায় তৃণমূলকে আক্রমণ নওশাদের। তিনি বলেন, 'হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে যিনি বা যাঁরা বিকৃত করেছেন তাঁদের ধিক্কার-নিন্দা জানাই। যাঁরা এই নুপূর শর্মার ব্যাপারে দিল্লি যাওয়ার কথা বলেছে তাঁদেরও যেমন উচিত শিক্ষা দেব, তেমনই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে যাঁরা বিকৃত করেছে তাঁদেরও উচিত শিক্ষা এই পঞ্চায়েত ভোটে দেব।'
আরও পড়ুন- Exclusive: দুই জা দু’দলের প্রার্থী, বউমাদের ‘মোক্ষম শিক্ষা’ দিতে জমাটি ছকে ময়দানে শাশুড়িও!
নওশাদের কথায়, 'আমরা পশ্চিমবঙ্গে মতুয়া, দলিত, আদিবাসী, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস করছি। রাজ্যের অভিভাবিকার উচিত ছিল ভুল স্বীকার করে নেওয়া। এত ঔদ্ধ্যত্য যে একজন ধর্মগুরুর নামকে বিকৃত করার পরেও ভুল স্বীকার করলেন না। হরিচাঁদ ঠাকুরের নামকে যিনি বিকৃত করেছেন তাঁকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।'
এদিকে, পঞ্চায়েত ভোটের প্রচতারে বেরিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গ তুলে এবার বেশ কৌশলী ভূমিকায় দেখা গেল ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, অত্যন্ত সুচারুভাবে মতুয়া মন পেতে এই অবস্থান নিয়েছেন নওশাদ।