Lok Sabha Polls 2024 Seat Settlement Promlem Between Cpim And ISF: নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে আলিমু্দদিন স্ট্রিটের নেতাদের লোকসভার আসন রফা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লক্ষ্মীবারে সেই চিড় হয় তো
আরও বাড়ল! ভাঙড়ের বিধায়ক নওশাদ ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের মন্তব্যেই তা স্পষ্ট।
উভয় নেতৃত্বের তরফে মুখে সমঝোতার কথা বলা হচ্ছে। তবে, আইএসএফের তরফে গত ২১ মার্চ-ই রাজ্যের আটটি লোতকসভা কেন্দ্রে (মালাদহ উত্তর, জয়নগর, মুর্শিদাবাদ, বারাসত, বসিরহাট, মথুরাপুর, শ্রীরামপুর ঝাড়গ্রাম) প্রার্থী ঘোষণা করা হয়েছে। বামেরাও কয়েক দফায় অধিকাংশ কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বাকি আসনগুলি নিয়ে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়ে ছিলেন
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
কিন্তু সময় এগোলেও সেই আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি। এসবের মধ্যেই বৃহস্পতিবার আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী বাম নেতৃত্বকে সমঝোতায় নয়া প্রস্তাব দিয়েছেন। নওশাদের প্রস্তাব, 'প্রয়োজনে আমরা মুর্শিদাবাদটা বিবেচনার জায়গায় রাখছি। শ্রীরামপুরটা তুলে নেওয়া হোক।'
এই প্রস্তাব কার্যত নস্যাৎ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। সেলিম বলেন, 'আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে। তাতে রাজনীতি বেশি দূর করা যায় না। আমরা এখনও অনেক আসনে প্রার্থী ঘোষণা করিনি। কারণ, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনা করেই বাকিটা করতে চেয়েছি। এটা না তুললে ওটা তুলব না বলা মানে বার্গেনিং পলিটিক্স, সেটা সঠিক নয়।'
পাল্টা নওশাদ বলেন, 'এই সমঝোতা ভেঙে যাওয়ার জন্য দায়ী সিপিআইএম। তামাক খাওয়ার কথা বলে সেলিম সাহেব ভুল বোঝাচ্ছেন। মুর্শিদাবাদে সিপিএম আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। ওখানে তো আমরা প্রথমে প্রার্থী ঘোষণা করেছিলাম। তার পরে বামফ্রন্ট সাংবাদিক সম্মেলন করে সেলিম সাহেবকে ওখানে দাঁড় করিয়েছে। আর আমরা যদি প্রার্থী প্রত্যাহার করতে পারি তাহলে কেন ওনারা একজন ছাত্র নেত্রীকে শ্রীরামপুর থেকে সরে দাঁড়াতে বলতে পারে না?'
এই সমঝোতা ভেঙে যাওয়ার নেপথ্যে কংগ্রেসকে 'ভিলেন' বলে দাবি করেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।