/indian-express-bangla/media/media_files/2025/08/18/cats-2025-08-18-10-45-55.jpg)
গুরুতর অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক।
Naveen Patnaik: গুরুতর অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ করেই অসুস্থ বোধ করায় তাঁকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করাহয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আরও : ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত থেকেই নবীন পট্টনায়েক অস্বস্তি অনুভব করছিলেন। চিকিৎসকেরা তাঁর বাসভবনে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং সমর্থকদের আশ্বস্ত করে বলেন, তিনি ভালো আছেন।
চিকিৎসক অলোক পানিগ্রাহী বর্তমানে তাঁর দেখভাল করছেন। হাসপাতালের মেডিকেল টিম জানিয়েছে, প্রবীণ এই নেতার অবস্থা স্থিতিশীল এবং খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বিজু জনতা দলও এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ভগবান জগন্নাথের আশীর্বাদ ও মানুষের ভালোবাসায় নবীনবাবুর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
নবীন পট্টনায়েকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। হাসপাতালের বাইরে তাঁর সমর্থকরা জড়ো হয়ে প্রার্থনা করতে থাকেন।
আরও :ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ
উল্লেখ্য, এর আগেও নবীন পট্টনায়েককে স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মুম্বইতে একবার তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। ফলে এদিন তাঁর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বেগের কিছু নেই, তিনি সুস্থ হয়ে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন।