Advertisment

বিরাট দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল বিধায়কের গাড়ি, কেমন আছেন নওশাদ সিদ্দিকি?

চরম উত্তেজনা এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
nawsad siddique, accident

হাইওয়েতে বিরাট দুর্ঘটনার মুখে নওশাদ সিদ্দিকি

হঠাৎ ব্রেক কষায় রক্ষে! হাইওয়েতে বিরাট দুর্ঘটনার মুখে নওশাদ সিদ্দিকি। বরাত জোরে রক্ষে পেলেন বিধায়ক ও তাঁর গাড়ির চালক। কীভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisment

সোমবার সাতসকালেই হুলস্থূল কাণ্ড। দুর্ঘটনার মুখে ভাঙরের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। এদিন সকালে হাওড়ার সাঁতরাগাছির গড়পায় দুর্ঘটনার কবলে পড়ে সিদ্দিকির গাড়ি। জানা গিয়েছে দুর্ঘটনার সময় গাড়ির ভিতরেই ছিলেন তিনি। তবে চালক দ্রুত সামনের ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন বিধায়ক। ঘটনার জেরে গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

এদিন সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাওয়ার সময় বিধায়কের গাড়ির সামনে একটি বড় গাড়ি আচমকাই দাঁড়িয়ে যাওয়াতেও ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বিধায়কের গাড়িটি পিছন থেকে সজোরে সামনের গাড়িটিকে ধাক্কা মারে। সামনের গাড়িটি হঠাৎ করে কেন ব্রেক কষল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। তবে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও বিধায়ক ও তাঁর চালক সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। এই ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন সিদ্দিকি।

MLA ISF accident
Advertisment