'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে এবার সরাসরি নিজের মতামত জানিয়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর বক্তব্যের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যের মিল রয়েছে। শুভেন্দু অধিকারীরা যে দিনটি 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করতে চান, সেই দিনটিই পছন্দ নওশাদের।
'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ২০ জুন দিনটিকে বেছে নিয়ে এছর রাজভবনে নানা অনুষ্ঠান পালন করা হয়েছে। তারপর থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। ২০ জুন দিনটি 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে বেছে নেওয়ায় ঘোরতর আপত্তি জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার। তার বদলে পয়লা বৈখাশের দিনটিকেই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করার প্রস্তাব আজ পেশ হয়েছে রাজ্য বিধানসভায়। এই প্রস্তাবের প্রবল প্রতিবাদে সরব বিজেপি।
অন্যদিকে বিজেপির সুরে সুর মিলিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পয়লা বৈশাখের দিনটি মানতে রাজি নন। তিনিও ২০ জুন দিনটিকেই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে বেছে নিতে আগ্রহী।
কী বলেছেন নওশাদ?
এ প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক বলেন, "১৯৪৭-এর ২০ জুন একটি ঘটনা ঘটেছিল। তবে ১ বৈশাখের সঙ্গে গুলিয়ে দেওয়া অনুচিত। বাঙালি সমাজে ১ বৈশাখ দিনটির নিজস্ব একটি পরিচিতি আছে। বাংলা ক্যালেন্ডারকেই বাংলা দিবস হিসেবে মেনে নেওয়া উচিত। ২০ জুনই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে বেছে নেওয়া উচিত বলে মনে করি।"
আরও পড়ুন- ঝালদা ‘হাত’ ছাড়া: রাহুল-সোনিয়া ও অভিষেক-মমতা ঘনিষ্ঠতায় মতবদল প্রবীণ কংগ্রেস নেতার
এদিকে, বৃহস্পতিবারই রাজ্য বিধাসভায় ১ বৈশাখকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে বেছে নিতে প্রস্তাব আনা হয়েছে। একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়ারও প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়।