বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে জোর শোরগোল ফেলে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে তিনি নিজে ভোটে লড়তে চান বলে সরাসরি জানিয়ে দিয়েছেন নওশাদ। "ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে আমি প্রাক্তন বানাব।" চব্বিশের লড়াইয়ের আগে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্তব্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
বেসরকারি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। টিভি নাইন বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে আগামী বছরের লোকসভা ভোটে তাঁর ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা নিজেই জানিয়েছেন নওশাদ।
কী বলেছেন নওশাদ সিদ্দিকী?
টিভি নাইন বাংলার দাবি অনুযায়ী নওশাদ সিদ্দিকী বলেছেন, "ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে আমি প্রাক্তন বানাব। দল যদি অনুমোদন দেয় তবে ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করতে পারি। ডায়মন্ড হারবার মডেল বলা হয়। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ডায়মন্ড হারবার মডেল আসলে কী?"
আরও পড়ুন- কালীপুজো মিটলেই জাঁকিয়ে ঠান্ডা? শীত নিয়ে সাড়াজাগানো আপডেট!
উল্লেখ্য, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নওশাদের সুরেই মন্তব্য করেছিলেন। প্রয়োজনে অন্য কাউকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার শুভেন্দুর সুরেই সুর নওশাদেরও। তবে তিনি নিজেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে চব্বিশের নির্বাচনে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন।