Advertisment

ধনকড়ের পাশে বুক চিতিয়ে দাঁড়ালেন নওশাদ, হঠাৎ কেন?

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের পাশে দাঁড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nawsad Siddique slams Kalyan Banerjee for insulting Jagdeep Dhankar

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের পাশে দাঁড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বহিষ্কৃত সাংসদরা সংসদের বাইরে ধর্না দিচ্ছিলেন। সেই সময়ে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ভেঙাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কান্ড দেখে তাঁর অঙ্গভঙ্গির ভিডিও রেকর্ড করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ।

Advertisment

ধনকড়ের পাশে দাঁড়িয়ে কল্যাণকে তুলোধনা করে কী বললেন নওশাদ?

"বহিষ্কৃত এক সাংসদ যেভাবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করেছেন সেটা মোটেই কাম্য নয়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সংসদীয় আচরণ বহির্ভূত কাজ এটা। আমরা যাঁরা জনপ্রতিনিধি তাঁদের সংযত হওয়া দরকার। আমরা রাষ্ট্রের ভালোর জন্য রাজনীতিতে এসেছি।" তবে যেভাবে দফায়-দফায় লোকসভা ও রাজ্যসভার ১৪১ সাংসদকে বহিষ্কার করা হল সেটাও মানতে পারছেন না নওশাদ। এপ্রসঙ্গে আইএসএফ বিধায়ক বলেন, "যেভাবে এতজন সাংসদকে বহিষ্কার করা হল সেটাও গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর ছিল না।"

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। রাজ্যসভায় নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘পতনের সীমা নেই। আমি একজন সিনিয়র সাংসদকে অন্য একজন সাংসদের অসংসদীয় আচরণের ভিডিওগ্রাফি করতে দেখেছি। তিনি আপনার চেয়েও বড় নেতা। শুভ বুদ্ধির উদয় হোক আমি কেবল প্রার্থনা করতে পারি।’

আরও পড়ুন- কলকাতার কাছেই সেরার সেরা ৫ পিকনিক স্পট, দেদার মজায় জমিয়ে সারুন চড়ুইভাতি!

আরও পড়ুন- নিউ গড়িয়া-রুবি মোড় শীঘ্রই চালু মেট্রো, ভাড়ার তালিকা প্রকাশ করল রেল

শ্রীরামপুরের সাংসদের এহেন আচরণে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদও। মঙ্গলবার বারুইপুর সংশোধনাগারে এসেছিলেন নওশাদ সিদ্দিকী। দলের গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। গত পঞ্চায়েত ভোটে ভাঙড়ের বহু আইএসএফ নেতা-কর্মীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে বলে অভিযোগ নওশাদের। তাঁদের মুক্ত করতে দলের তরফে আইনের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন নওশাদ।

ISF West Bengal Jagdeep Dhankhar Kalyan Banerjee naushad siddiqui
Advertisment