Nawsad Siddique-Lok Sabha Election 2024: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে তিনি লড়তে প্রস্তুত বলে আগেও জানিয়ে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। যদিও বেশ কয়েকটি আসনে ISF প্রার্থী ঘোষণা করলেও এখনও ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসনটি ফাঁকা রয়েছে। একটি সংবাদমাধ্যমে এবার নওশাদ বললেন, "ডায়মন্ড হারবারে অভিষেককে প্রাক্তন করব। ১০০ শতাংশ দিয়ে ডায়মন্ড হারবারে লড়তে প্রস্তুত।"
কী বললেন নওশাদ সিদ্দিকী?
"আমি প্রার্থী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন। দলের মধ্যে একাধিকবার এনিয়ে মতানৈক্য হয়েছে। আমি তৃণমূল সরকারে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। খুব বেশি হলে জেলে ঢোকাবে নয়তো খুন করবে। রাজনৈতিক ময়দানে হারার ভয় পাই না। ডায়মন্ড হারবারে লড়তে প্রস্তুত। আশা করি ২-৩ দিনের মধ্যে অনুমোদন দেবে দল। ডায়মন্ড হারবারে অভিষেককে প্রাক্তন করব। ১০০ শতাংশ দিয়ে ডায়মন্ড হারবারে লড়তে প্রস্তুত। আমি প্রার্থী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন।"
আরও পড়ুন- Kolkata Weather Today: ফের জোরালো দুর্যোগের ভ্রুকুটি! তুমুল ঝড়-বৃষ্টির দুরন্ত পূর্বাভাস কোন কোন জেলায়?
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রতিদ্বন্দ্বীতার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এখনও পর্যন্ত রাজ্যের ৮টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জয়নগর কেন্দ্র থেকে ISF-এর টিকিটে লড়বেন মেঘনাথ হালদার। বারাসতের ISF প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়।
মথুরাপুর কেন্দ্র থেকে লড়বেন অধ্যাপক অজয়কুমার দাস, শ্রীরামপুরে আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিক, মালদহ উত্তর কেন্দ্র থেকে লড়বেন মহম্মদ সোহেল, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আইএসএফ-এর প্রার্থী হয়েছেন হাবিব শেখ, বসিরহাট থেকে লড়বেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, ঝাড়গ্রাম থেকে আইএসএফ-এর প্রার্থী অধ্যাপক বাপি সোরেন।