Advertisment

থানাতেই 'মারধর' জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রধানকে, অভিযুক্ত তিলজলার ওসি

তিলজলা থানায় নিগ্রহের শিকার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ncpcr chief heckled has been at kolkata tiljala police station

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।

আবারও চর্চায় তিলজলা। তিলজলায় নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বাধার মুখে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তাঁকে মারধরের অভিযোগ তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যাযের বিরুদ্ধে। ঘটনার পরপরই ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু। ঘটনার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Advertisment

উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতার তিলজলায় সাত বছরের নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার হন এলাকাবাসী। তিলজলা থানা ঘেরাও করে চলে ব্যাপক বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর বৃষ্টি হয়। পুলিশের গাড়ি পুড়িয়ে রাস্তা-রেল অবরোধ করে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ।

আরও পড়ুন- অতীত থেকে শিক্ষা নেয়নি পুলিশ, হাওড়ার হিংসার ‘ছানবিনে’ অবাক একগুচ্ছ তথ্য প্রকাশ্যে

এবার মৃত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গিয়েছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। সেই দলটির নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। অভিযোগ, মৃত শিশুর বাড়িতে ঢুকতে ও পরিবারে সদস্যদের সঙ্গে একান্তে কথা বলতে তাঁদের বাধা দেওয়া হয। এমনকী মুহূর্তের মধ্যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আরও একটি দল সেই বাড়িতে পৌঁছে যায়। ওই বাড়ি থেকে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কার্যত বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন- আজ থেকে কলকাতা শহরে বাড়ল পার্কিং ফি, কোন গাড়িতে কত খরচ?

এরপরেই তিলজলা থানায় যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। অভিযোগ, সেই সময় থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় প্রিয়াঙ্ক কানুনগোর সঙ্গে তাঁর কথোপকথন ভিডিও ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন বলে অভিযোগ। এরপরেই প্রিয়াঙ্ককে আরও কয়েকজন ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। ওসি নিজে তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

kolkata news police West Bengal NCPCR Tiljala Minor Murder Case
Advertisment