Advertisment

Sandeshkhali Unrest: সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে কথা NCW চেয়ারপার্সনের, ক্ষোভ সামালে শিবির প্রশাসনের

Sandeshkhali Unrest: বারাসতে উত্তর ২৪ জেলা পরিষদের অফিসেও সন্দেশখালির 'ড্যামেজ' কন্ট্রোলের তৎপরতার ছবি স্পষ্ট। সন্দেশখালি থেকে আজ গিয়েছেন ৩৯ জন। তাঁদের অনেকের অভিযোগ, তাঁরা জমির পাট্টা পাননি। অনেকে পাট্টা পেলেও জমি রেকর্ডে ছিল না। জেলা পরিষদের তরফে এবার সন্দেশখালির 'বঞ্চিত'দের পাশে দাঁড়াতে জোরদার তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, সন্দেশখালিতেও বাড়ি-বাড়ি ঘুরে মানুষের অভিযোগ শুনছেন স্থানীয় তৃণমূলের নেতারা। সব অভিযোগ নথিভুক্ত করে তা নিরসণের জন্য দলের উচ্চ নেতৃত্বকে জানানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NCW chairperson visits Sandeshkhali

Sandeshkhali Unrest: বাঁদিকে সন্দেশখালিতে বিক্ষোভের সেই ছবি, ডানদিকে NCW চেয়ারপার্সন রেখা শর্মা।

Sandeshkhali Unrest: এবার সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দ্বীপাঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা NCW চেয়ারপার্সনের। এর আগেও জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) দুই প্রতিনিধি গিয়েছিলেন সন্দেশখালিতে (Sandeshkhali)। তবে তাঁদের পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সন্দেশখালিতে ঠিক কী ঘটেছিল? কী ধরনের নিপীড়নের শিকার হয়েছিলেন মহিলারা? তা জানতেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma) দু'দিনের বঙ্গ সফর।

Advertisment

সন্দেশখালিতে দিনের পর দিন ধরে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এলাকার বহু মহিলা, এমনই অভিযোগে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই এক মহিলা আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। সন্দেশখালির পরিস্থিতি জানতে এবার সরেজমিনে তদন্তে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশের সঙ্গেও কথা NCW চেয়ারপার্সনের।

আরও পড়ুন- PM Narendra Modi: রাজ্যে আসছেন মোদী, সন্দেশখালির নাকের ডগায় সভা, তেতে রয়েছে বঙ্গ BJP!

তিনি এদিন বলেন, "মানুষের মধ্যে থেকে ভয় বের করতেই হবে। একবার যদি আমরা তাঁদের সঙ্গে কথা বলতে পারি, তারপর বাকি কাজ আমাদের। পুলিশ যদি অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করে, তাহলে আরও অনেক কথা বাইরে বেরিয়ে আসবে। আমরা সন্দেশখালির মহিলাদের সঙ্গে আছি। তবে মহিলাদেরও এগিয়ে আসতে হবে, আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমি প্রতিটি বাড়িতে যাব। আমি চাইব ওঁরা আমাদের সঙ্গে কথা বলুক। এক মহিলা ইতিমধ্যেই আদালতে গিয়েছেন। পুলিশ কিছু করছে না। মূল অভিযুক্ত গ্রেফতার হলে অনেক মহিলাই এগিয়ে আসবেন। শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করতে হবে।"

আরও পড়ুন- Sandeshkhali Unrest: অশান্ত সন্দেশখালি, জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

এদিকে, সন্দেশখালিতে সাধারণ মানুষের অভিযোগ শুনতে শিবির খুলেছে রাজ্য প্রশাসন। সন্দেশখালির দু'টি জায়গায় শিবির চালু হয়েছে। সেই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষকে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ জানাতে আহ্বান করা হচ্ছে। অন্যদিকে, বারাসতে উত্তর ২৪ জেলা পরিষদের অফিসেও সন্দেশখালির 'ড্যামেজ' কন্ট্রোলের তৎপরতার ছবি স্পষ্ট। সন্দেশখালি থেকে আজ গিয়েছেন ৩৯ জন। তাঁদের অনেকের অভিযোগ, তাঁরা জমির পাট্টা পাননি। অনেকে পাট্টা পেলেও জমি রেকর্ডে ছিল না। জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Sandeshkhali sheikh shahjahan tmc NCW West Bengal
Advertisment