Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট মহিলা কমিশনের! পুলিশ-সন্দীপ ঘোষের ভূমিকায় বিরাট প্রশ্ন

RG Kar Incident: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন কাণ্ডে উত্তাল গোটা বাংলা। ইতিমধ্যেই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। গতকাল টানা প্রশ্নবাণের পর আজ সকালে ফের তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার সকালে অ্যাপ ক্যাবে চেপে সিজিও কমপ্লেক্সের দফতরে পৌঁছোন সন্দীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
ncw report on rg kar doctor's murder case, আরজি কর, জাতীয় মহিলা কমিশন, সন্দীপ ঘোষ, কলকাতা পুলিশ, বিনীত গোয়েল

RG Kar Case: আরজি কর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের।

RG Kar Case-NCW: আরজিকর কাণ্ডে তদন্তে নেমে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন (NCW)। হঠাৎ করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কারের নামে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে দাবি করল জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটি। একইসঙ্গে আরজি কর কাণ্ডের তদন্ত নেমে বিস্ফোরক একটি রিপোর্ট তৈরি করেছে কমিশন।

Advertisment

কী থাকতে পারে সেই রিপোর্টে?

সূত্রের দাবি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে চাঞ্চল্যকর রিপোর্ট তৈরি করেছে জাতীয় মহিলা কমিশন। ওই রিপোর্টে বলা হয়েছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থা নেই। শুধু তাই নয়, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, ইন্টার্নদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। রোমহর্ষক এই হত্যাকাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা এবং আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে মহিলা কমিশনের দুই সদস্যের তদন্ত কমিটি। ঘটনার পরপরই এলাকাটি সিল করা উচিত ছিল বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন কাণ্ডে উত্তাল গোটা বাংলা। ইতিমধ্যেই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। গতকাল টানা প্রশ্নবাণের পর আজ সকালে ফের তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার সকালে অ্যাপ ক্যাবে চেপে সিজিও কমপ্লেক্সের দফতরে পৌঁছোন সন্দীপ ঘোষ।

আরও পড়ুন- গতরাতে ছেড়ে আজ সকালেই তলব, হন্তদন্ত হয়ে CBI দফতরে সন্দীপ ঘোষ, কী বললেন জানেন?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন। বিষয়টি বিচারাধীন। তাই বেশি কিছু বলব না। দয়া করে বলবেন না যে আমাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য আমাকে ডাকা হচ্ছে। তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করব।”

আরও পড়ুন- তৃণমূল বিধায়কের কলেজে খুন ফার্মাসির ছাত্র? হস্টেলে মিলল নিথর দেহ, মারাত্মক অভিযোগ পরিবারের!

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! বাম্পার বন্দোবস্তে পাতালপথের যাত্রা এবার জমে ক্ষীর

এদিন সিজিও কমপ্লেক্সে গিয়েছেন CBI-এর ফরেনসিক দলের সদস্যরাও। সব মিলিয়ে আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে দিল্লিতে সংস্থার সদর কার্যালয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও নিয়মিত কথা চলছে কলকাতায় থাকা তদন্তকারী অফিসারদের।

আরও পড়ুন- West Bengal Weather Update: ফুঁসছে নিম্নচাপ! বর্ষার প্রবল প্রতাপ দেখবে বাংলা! ধুঁয়াধার বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

kolkata police cbi NCW RG Kar Medical College sandip ghosh
Advertisment