/indian-express-bangla/media/media_files/2025/09/20/adhir-2025-09-20-15-43-26.jpg)
Adhir Chowdhury-Congress: অধীর চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী সব পক্ষই এখন সাংগঠনিক শক্তি মজবুত করতে এবং সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে ব্যস্ত।। ঠিক এই আবহে এবার মুর্শিদাবাদে বাম্পার স্ট্রোক কংগ্রেসের। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে প্রায় ১ হাজার জন কংগ্রেসে যোগ দিয়েছেন।
বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সভায় ফারাক্কার বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকে বহু নেতা-কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি। কংগ্রেস নেতৃত্বের দাবি, সদ্য দলে যোগ দেওয়া অনেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ছিলেন।
শনিবার বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তীর উপস্থিতিতে এই মেগা যোগদান কর্মসূচি হয়। মনোজ চক্রবর্তী বলেন, "এই বিশাল যোগদান আগামী দিনে জেলায় কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে।"
যদিও এই দলবদল নিয়ে বিশেষ চিন্তিত নন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। তিনি এদিন বলেন, "তৃণমূল থেকে কোনও লোক যায়নি। তৃণমূলের কোনও অঞ্চল, ব্লক নেতৃত্ব কেউ যায়নি। যারা কংগ্রেস করতো তারাই গেছে। পরিবর্তন তো ফারাক্কার মানুষ করবে। লড়াইয়ের ময়দানে দেখা যাবে। এখনই অত উৎসুক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, ফারাক্কাবাসী তৃণমূলের পাশে আছে। উন্নয়ন দেখে ফারাক্কাবাসী ভোট দেবে।"