Nepal Protest: আন্দোলনের নামে ব্যাপক হিংসা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশজুড়ে কারফিউ, কবে শান্তি ফিরবে নেপালে?

Nepal Protest: বুধবার সকাল থেকে সেনা মোতায়েন করা হয়েছে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে। সেনার তরফে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Nepal Protest: বুধবার সকাল থেকে সেনা মোতায়েন করা হয়েছে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে। সেনার তরফে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nepal Army Extends Nationwide Curfew, "Nepal Army,Nepal Gen Z Protest,Nepal Protests"

আন্দোলনের নামে ব্যাপক হিংসা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশজুড়ে কারফিউ

Nepal Protest: আন্দোলনের নামে ব্যাপক হিংসা, লুটপাট,  অগ্নিসংযোগ এবং খুনের চেষ্টার ঘটনার পর নেপাল সেনা গোটা দেশে কারফিউ জারি করেছে। বুধবার সকাল থেকে সেনা মোতায়েন করা হয়েছে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে। সেনার তরফে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Advertisment

নেপাল সেনার বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান কঠিন পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার এবং দায়িত্ব পালনে নাগরিকদের অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

সেনার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরসহ বিভিন্ন এলাকায় জারি হওয়া কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। নেপাল সেনার কথায়, “আন্দোলনের নামে এখনও  বিভিন্ন অসামাজিক গোষ্ঠী ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালাচ্ছে। এই কারণে সামগ্রিক শান্তি-শৃঙ্খলার কথা মাথায় রেখে কারফিউ আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চলবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisment

এদিকে, টানা বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবারের আন্দোলনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। দুর্নীতি ও সোশ্যাল মিডিয়ার উপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই জেন-জেড আন্দোলনে মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে এবং ওলির ব্যক্তিগত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

protest Nepal