/indian-express-bangla/media/media_files/2025/09/09/1000217025-2025-09-09-20-51-46.jpg)
Nepal youth protest : লাগামহীন হিংসা নেপালে।
অশান্তির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় উত্তাল নেপাল। দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে Gen Z, রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েছে। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে বিক্ষোভকারীরা মোমবাতি মিছিল, স্লোগান এবং সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর উপর প্রথমে আক্রমণ চালানো হয়, তারপর তাঁকে জীবন্ত অবস্থায় আগুনে ঝলসে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ উদ্ধার করেছে ফরেনসিক টিম, যা হত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালী মহলের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে বলে গুজব ছড়িয়েছে।
Gen Z প্রজন্মের বিক্ষোভ বিশেষ মাত্রা পেয়েছে কারণ তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার করে ঘটনাটিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছেন। নেপালের তরুণ সমাজ বলছে, “এটি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর হত্যাকাণ্ড নয়, বরং নারীদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা প্রশ্নের মুখে।”
বিক্ষোভ দমনে পুলিশ বেশ কয়েক জায়গায় লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। তবে তরুণরা হাল ছাড়েনি। বিশ্ববিদ্যালয়, ক্যাফে থেকে শুরু করে টিকটক ও ইনস্টাগ্রামে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছে তারা।
বিরোধী দল সংসদে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে। অন্যদিকে, সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং হত্যার নেপথ্যে কারা রয়েছে তা দ্রুত প্রকাশ করার আশ্বাস দিয়েছে।
এদিকে, সাধারণ মানুষ মনে করছেন—এই হত্যাকাণ্ড ও পরবর্তী বিক্ষোভ নেপালের রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলেও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us