Barrackpore Lok Sabha Constituency: তৃণমূলের টিকিট না পেয়ে শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং। এবার ব্যারাকপুরের দাপুটে নেতাকে পাল্টা দিল তৃণমূল। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মুখ্য নির্বাচনী এজেন্ট হিসাবে নিয়োগ করা হল অর্জুনের ভাইপো সৌরভ সিংকে। বড় দায়িত্ব পেতেই কাকার বিরুদ্ধে গর্জে উঠলেন 'ভাইপো'!
গত রবিবার ৪২ আসনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিংয়ের বদলে জোড়-ফুল টিকিট দেওয়া হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। যারপরনাই ক্ষুব্ধ অর্জুন। ফের ঘরওয়াপসি করে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সম্ভবত তিনিই ব্যারাকপুরে ফের বিজেপি প্রার্থী। এরপরই অর্জুনকে ঠেকাতে তাঁর পরিবারের সদস্যকেই বাজি ধরল তৃণমূল।
আরও পড়ুন- CPIM Candidate List 2024: ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, লড়াইয়ে সুজন, সৃজন, দীপ্সিতারা, একনজরে কোন আসনে কে?
অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে ভোটযুদ্ধের আসরে নামাল তৃণমূল। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মুখ্য নির্বাচনী এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে সৌরভ সিংকে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন খোদ প্রর্থ ভৌমিক। দায়িত্ব পেয়েই কাকা অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ভাইপো সৌরভ। তাঁর কথায়, 'ব্যারাকপুর অঞ্চলে যাবতীয় অনৈতিক কাজের নেপথ্যে অর্জুন সিং রয়েছেন। কাকা ব্যক্তিস্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। আমাকেও জোর করে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন।' অর্জুন সিংহের বিরুদ্ধে সৌরভ খুনের অভিযোগও তুলেছেন।
এদিকে অর্জুন সিংয়ের বিজেপি যাওয়া নিশ্চিত হতেই পার্থ ভৌমিকের বিরুদ্ধেও সরব হন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তাঁর দাবি, সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার বিধায়ক পার্থ ভৌমিকেইর মদতেই নৈহাটিতে আনৈতিকভাবে বিঘা বিঘা জমি কিনেছেন। যা পুরোপুরি মিথ্যা বলে দাবি পার্থর। তাঁর প্রশ্ন, 'বিজেপিতে য়াওয়ার আগে কেন অর্জুন এইসব অভিযোগ করলেন না?'