scorecardresearch

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার

এক তরুণী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

DILIP GHOSH
দিলীপ ঘোষ ও অরিন্দম ঘোষ

ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপোকে। দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষ। তাঁর সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি ভাইরাল করে ওই তরুণীর বিয়ে ভাঙার অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের ভাইপোর বিরুদ্ধে। ওই তরুণীর দাবি, দিলীপ ঘোষের ভাইপোর সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই তিনি অন্য জায়গায় বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু, প্রতিহিংসার বশে অরিন্দম ঘোষ তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দিয়েছেন।

যার জেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষকে গ্রেফতার করেছে ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁকে প্রথমে থানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। রবিবার অরিন্দম ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল। এই ঘটনায় আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

রাজ্য রাজ্যনীতিতে দিলীপ ঘোষ অত্যন্ত পরিচিত নাম। হামেশাই তিনি নানা কর্মসূচির মাধ্যমে সংবাদ শিরোনামে থাকেন। অতীতে বিভিন্ন ধরনের মন্তব্যের জন্যও দিলীপ ঘোষ বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এজন্য তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। কিন্তু, সে সমস্তই রাজনৈতিক কারণে মন্তব্য। পাশাপাশি, অপরাধমূলক অভিযোগে ধৃত কোনও দলীয় কর্মীর সঙ্গে যোগাযোগের অভিযোগেও দিলীপ ঘোষের নাম উঠে এসেছে।

আরও পড়ুন- বাংলার মন পড়তে পথে অভিষেক, ধনুকভাঙা পণে তুফানি জনসংযোগ! ‘বাড়তি সুবিধা’ পাবে তৃণমূল?

অবশ্য, মামলার বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব কোনওদিনই দেননি দিলীপ ঘোষ। তিনি বারবার দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যত অভিযোগই দায়ের হয়েছে, সবটাই মূলত রাজনৈতিক কারণে। আর, এজন্য প্রয়োজনে জেলে যেতেও তিনি পিছপা হবেন না। যদিও এখনও পর্যন্ত দিলীপ ঘোষকে গ্রেফতার করেনি কলকাতা বা রাজ্য পুলিশ। কিন্তু, এবার তাঁর পরিবারের এক সদস্য সম্পূর্ণ অরাজনৈতিক কারণে গ্রেফতার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nephew of dilip arindam ghosh was arrested from jhargram