Advertisment

Netaji Subhas Chandra Bose Birthday: কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বে এপ্রান্ত, ইংরেজদের নজর এড়িয়ে এখানেই বহু গুপ্তসভা করেছেন নেতাজি

Subhas Chandra Bose Birthday Celebration: রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার ঘটিয়েছে। ঢেলে সাজানো হয়েছে বাড়িটিকে, তবে আগের আদল রয়েছে অক্ষুন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর থেকেই হেরটেজ কমিশন ও পূর্ত দফতর বাড়িটির সংস্কারে হাত লাগায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Netaji Subhas Chandra Bose Birthday Celebration at Subhashgram Kodalia, নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন সুভাষগ্রাম কোদালিয়া

Netaji Birthday: নেতাজির জন্মদিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়।

Netaji Subhas Chandra Bose Birthday: কলকাতার কাছেই দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) পৈতৃক বাড়ি। এই বাড়ির সঙ্গে সুভাষচন্দ্র বসুর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি একাধিকবার এই বাড়িতে এসেছেন। ইংরেজদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুরপাড়ে ও বাগানবাড়িতে বসে গুপ্ত সমিতির সভাও করেছেন। আজ ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (Netaji Subhas Chandra Bose Birthday)। তাঁর জন্মদিনে কোদালিয়ায় (Kodalia) তাঁর পৈতৃক বাড়িতে নানা অনুষ্ঠানের মাধ্যমে বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানানো হয়।

Advertisment

সুভাষগ্রামের (Subhashgram) কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িতে মঙ্গলবার ধুমধাম করে পালিত হল নেতাজির জন্মদিন। এই বাড়িতে একাধিকবার এসেছিলেন নেতাজি। তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিস এখনও রয়েছে এই বাড়িতে। প্রতি বছর জন্মদিনে বাড়িটি খুলে দেওয়া হয় সাধারণের জন্য। প্রতিবারের মতো এদিনও ইতিহাস বিজড়িত এবাড়ি দেখতে ভিড় হয়েছিল। এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। নেতাজির ছবিতে মাল্যদান, পতাকা উত্তলন হয়েছে। শাঁখ বাজিয়ে নেতাজির জন্মের সময় উদযাপন করা হয়। মঙ্গলবার নেতাজি জন্মজয়ন্তীতে এখানে একটি সংস্থার উদ্যোগে ছবি ও শিল্প সামগ্রী প্রদর্শনীর ব্যবস্থা হয়েছিল। সকাল থেকে কোদালিয়ার বাড়িতে উৎসবের আমেজ।

publive-image

নেতাজির পৈতৃক বাড়িতে অনুষ্ঠান।

আরও পড়ুন- Netaji: ‘আমাদের জীবন্ত নেতাজি চাই’, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে দুষে বললেন মমতা

নেতাজির বাবা জানকীনাথ বসু (Janakinath Bose) এই বাড়িটি তৈরি করেছিলেন। আগে বাড়িটি সংস্কারের অভাবে ধুঁকছিল। তবে রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার ঘটিয়েছে। ঢেলে সাজানো হয়েছে বাড়িটিকে, তবে আগের আদল রয়েছে অক্ষুন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর থেকেই হেরটেজ কমিশন ও পূর্ত দফতর বাড়িটির সংস্কারে হাত লাগায়।

নেতাজি অবশ্য একটানা বেশিদিন এই বাড়িতে থাকেননি। তবে মাঝেমধ্যেই তিনি এখানে আসতেন এবং খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গে দেখাও করতেন। রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িটির আমূল সংস্কার করা হয়েছে। এখানেই গড়ে তোলা হয়েছে নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা। সেই সংগ্রহশালায় নেতাজির ব্যবহৃত নানা জিনিস সংরক্ষিত রয়েছে। নেতাজি এখানে এলে যে যে জিনিসগুলি ব্যবহার করতেন সেগুলি যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে এই বাড়িতেই। এছাড়াও তাঁর বাবা-মায়ের ব্যবহৃত নানা সামগ্রীও সংরক্ষিত রয়েছে। চাইলে ইতিহাসের গুরূত্বপূর্ণ এই নিরদর্শনগুলি নিজের চোখে একবার দেখে আসতেই পারেন।

publive-image

নেতাজির ব্যবহৃত আসবাবপত্র।

কীভাবে পৌঁছবেন সুভাষগ্রামে নেতাজির পৈতৃকভিটেয়?

কলকাতা (Kolkata) থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে রয়েছে সুভাষগ্রাম। রেলপথে গেলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং ও বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনও ট্রেন ধরুন। সুভাষগ্রাম স্টেশনে নেমে রিক্সা বা অটোয় কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে পৌঁছে যেতে পারেন। সুভাষগ্রাম স্টেশন থেকে কোদালিয়ায় নেতাজির বাড়ির দূরত্ব মেরেকেটে মিনিট ১৫। কলকাতার দিক থেকে সড়কপথে গেলে বারুইপুরের রাস্তা ধরুন। চৌহাটির মোড় পেরোলে পড়বে কোদালিয়া মোড়। মেইন রাস্তা থেকে বাঁদিকে ঢুকে পড়ুন। কিছুটা গেলেই পৌঁছে যেতে পারবেন সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে।

Kodalia Netaji Birthday West Bengal Netaji Subhash Chandra Bose
Advertisment