সিঙ্গুরের ক্ষতে প্রলেপ! বাজারে আসছে একলাখি চারচাকা! 'ন্যানো'র বিকল্পের বিরাট ঘোষণা হগলিতেই

সিঙ্গুরে যা হয়নি এবার তা কি হতে চলেছে হুগলির পোলবায়?এদিন এরকম ইঙ্গিত দিলেন উদ্বোধক কুনাল ঘোষ। আধুনিক ডিজাইনের এই গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে আশাবাদী তিনি।

সিঙ্গুরে যা হয়নি এবার তা কি হতে চলেছে হুগলির পোলবায়?এদিন এরকম ইঙ্গিত দিলেন উদ্বোধক কুনাল ঘোষ। আধুনিক ডিজাইনের এই গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে আশাবাদী তিনি।

author-image
Uttam Dutta
New Update
cats

বাজারে আসছে একলাখি চারচাকা! 'ন্যানো'র বিকল্পের বিরাট ঘোষণা হগলিতেই

বাজারে আসছে নতুন ই-রিকশা। দাম বাজারের অন্যান্য ই-রিকশার তুলনায় যথেষ্ট কম বলে সংস্থার দাবি। শনিবার দুপুরে এই তিনচাকার গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল দিল্লি রোডের ধারে হুগলির সুগন্ধা মোড়ের কাছে সাইনোসর কারখানায়।পাশাপাশি ঘোষণা করা হলো আগামী বছরের গোড়ায় তাঁরা ইলেকট্রিক গাড়িও আনতে ইচ্ছুক। একলাখি চারচাকা! তাও আবার ব্যাটারি চালিত। 

Advertisment

সিঙ্গুরে যা হয়নি এবার তা কি হতে চলেছে হুগলির পোলবায়?এদিন এরকম ইঙ্গিত দিলেন উদ্বোধক কুনাল ঘোষ। দিল্লি রোডের ধারে হুগলির সুগন্ধা মোড়ের কাছে ১১ একর জমির ওপর সাইনোসর নামে একটি কারখানা আছে। কর্মকর্তা দুই বোন সম্রাজ্ঞী ঘোষ এবং সম্পূর্ণা ঘোষ। এদিন কোম্পানির নতুন ' ইলেকট্রিক থ্রি হুইলার এর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হলো। 

সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে ' ইলেকট্রিক থ্রি হুইলার ' বা ' থ্রি হুইলার ' চলছে, তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ' ইলেকট্রিক থ্রি হুইলার '। আধুনিক  ডিজাইনের এই গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে আশাবাদী তিনি। "নতুন এই ইলেকট্রিক থ্রি হুইলার আমাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আমরা জোর দিচ্ছি দামের উপর। প্রথমত, মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত, যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে, যাতে অন্তত ১৮ ঘণ্টা চার্জ থাকে। তৃতীয়ত, জোর দেওয়া হচ্ছে গুণগত মানের উপর। আমাদের কারখানা থেকে সমস্ত রকম পরীক্ষা করার পর, সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা ছাড়া হবে।" জানান সম্রাজ্ঞী।

Advertisment

publive-image

হাজির ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। তবে সব কিছু ছাড়িয়ে মুখ্য হয়ে ওঠে একলাখি চার চাকার প্রসঙ্গ। এদিন উদ্বোধন করতে গিয়ে কুনাল ঘোষ সরাসরি মালিক পক্ষকে অনুরোধ করেন যদি ব্যাটারি চালিত ৩ চাকা করা যায় তাহলে চার চাকা করতে অসুবিধা কোথায়? এই কারখানায় যথেষ্ট জায়গা আছে, সবরকম সুবিধা আছে। কারখানার তরফে তখন জানানো হয় ইতিমধ্যেই তাঁরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। দেওয়ালির পর ওই স্বপ্নের গাড়ির লুক আসবে প্রকাশ্যে। এরপর আগামি জানুয়ারিতে দিনক্ষণ দেখে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যাটারি চালিত চারচাকা বাজারে আনবো। যার মূল্য থাকবে ১ লাখের মধ্যে। জানান সম্রাজ্ঞীর পিতা প্রাক্তন উদ্যোগপতি শান্তনু ঘোষ।

সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা হতে পারেনি বলে হুগলি জেলার মানুষদের মনে একটা ক্ষত আছে আর সে ক্ষতেই প্রলেপ লাগাতে চান ঘোষ সিস্টার্স এবং তাঁদের কাছ থেকে আশ্বাস পেয়ে এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন, ' এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রই বদলে যাবে। বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে। ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ মিটবে। ' তিনি জানান, কারখানা গড়তে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি বাজারে আসবে।

Hooghly singur