Advertisment

নিউ গড়িয়া-রুবি মোড় শীঘ্রই চালু মেট্রো, ভাড়ার তালিকা প্রকাশ করল রেল

দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনের যাত্রীদের সুবিধার্থেও বিশেষ ব্যবস্থা নিচ্ছো মেট্রোরেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
special indicative footprints on platforms and arrow marks on ceiling installed at esplanade

Kolkata Metro: দুরন্ত তৎপরতা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

শীঘ্রই চালুর পথে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই মেট্রোর এই অরেঞ্জ রুটে একাধিকবার ট্রায়াল রান হয়েছে। সব দিক দেখে সন্তুষ্ট রেলকর্তারাও। কিছুদিনের মধ্যেই এই রুটে মেট্রো যাত্রী পরিষেবা দেওয়া শুরু করে দেবে। তার আগে রেলবোর্ডের তরফে এই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করা হল। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত কত হচ্ছে যাত্রী ভাড়া? জেনে নিন।

Advertisment

মেট্রো রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত মেট্রোয় ভাড়া হচ্ছে ২০ টাকা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত মেট্রো রুটের মাঝে তিনটি স্টেশনে ট্রেন দাঁড়াবে। সেগুলি হল সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) এবং কবি সুকান্ত (কালিকাপুর)। মঙ্গলবার মেট্রোরেলের তরফে কবি সুভাষ থেকে এই স্টেশনগুলিতে যাওয়ার ক্ষেত্রেও যাত্রী ভাড়া প্রকাশ করা হয়েছে।

কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক) স্টেশন পর্যন্ত যাত্রী ভাড়া হচ্ছে ৫ টাকা। কবি সুভাষ থেকে জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) এবং কবি সুকান্ত (কালিকাপুর) পর্যন্ত মেট্রোয় ভাড়া পড়বে যাত্রী পিছু ১০ টাকা করে। তবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা।

এছাড়াও দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনের যাত্রীদের সুবিধার্থেও বিশেষ ব্যবস্থা নিচ্ছো মেট্রোরেল কর্তৃপক্ষ। সরাসরি যাতে এই রুটের যাত্রীরাও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন বা তার আশেপাশের স্টেশনে পৌঁছে যেতে পারেন তার জন্যও টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত যেতে ভাড়া গুণতে হবে ৪৫ টাকা।

আরও পড়ুন- কলকাতার কাছেই সেরার সেরা ৫ পিকনিক স্পট, দেদার মজায় জমিয়ে সারুন চড়ুইভাতি!

এরই পাশাপাশি গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত যেতে হলে ভাড়া পড়বে ৪০ টাকা। মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত যেতে ভাড়া পড়বে ৩৫ টাকা। গীতাঞ্জলি বা কবি নজরুল থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ৩০ টাকা। শহিদ ক্ষুদিরাম থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ২৫ টাকা।

Metro kolkata metro West Bengal
Advertisment