এবার থেকে আর থানা নয়, রাজ্যের যেকোনও জায়গায় মিটিং, মিছিলের অনুমতি সংক্রান্ত যাবতীয় আবেদন করতে হবে জেলার পুলিশ সুপার বা কমিশনারেটে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
নির্দেশে উল্লেখ রয়েছে, কোন দল কখন, কোন সময়ে মিটিং-মিছিলের আবেদন করল, তা একটি রেজিস্টারে নথিভুক্ত করে রাখতে হবে। ক্রম সংখ্যা অনুযায়ী আবেদন বিবেচনা করে অনুমতি দেওয়া হবে। আবেদনের রেজিস্টার অনলাইনে দেখতে পাওয়া নিশ্চিত করতে হবে। কতজন মিটিং, মিছিলে যোগ দিতে পারে তার সংখ্যা, কোন স্থানে করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে। এছাড়া, স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে যে, মিটিং, মিছিলে কোনও অশান্তি না হওয়ার বিষয়টা। বহিরাগতরা এসে যাতে গোলমাল না করতে পারে তাও দেখতে হবে পুলিশকে। নজরদাড়ি থাকবে মিটিং, মিছি বক্তব্যদানকারীদের শব্দ বিধির দিকেও।
বিজেপি, আইএসএফ সহ রাজ্যের বিরোধী দলগুলি প্রায়ই অভিযোগ করে যে, মিটিং, মিছিলের ক্ষেত্রে প্রশাসন তাদের অনুমতি দেয় না। যা বৈষম্যমূলক বলে অভিযোগ বিরোধী দলগুলোর। মিটিং, মিছিলের অনুমতি পেতে শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে বেশ কয়েকবার আদালতে যেতে হয়েছে। সম্প্রতি ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়। শেষে আদালতের দ্বারস্থ হয় সিপিএম। আদালতের হস্তক্ষেপে কাটে সভা সংক্রান্ত জট।