Advertisment

Digha: এবার ফাটাফাটি মজায় জমে ক্ষীর দিঘা! পর্যটকদের মনোরঞ্জনে দুরন্ত তৎপরতা সমুদ্রনগরীতে!

Digha Trip: ভ্রমণপ্রিয় বাঙালির একটি বড় অংশের বরাবরেবর পছন্দ দিঘা। হাতে দিন কয়েকের ছুটি থাকলে অনেকেই ঢুঁ মারেন পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। গত কয়েক বছরে দিঘার উন্নয়নে একগুচ্চ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। দিঘাকে ঢেলে সাজানো হয়েছে। দিঘার সার্বিক উন্নয়নের পাশাপাশি পর্যটকদের কাছে সৈকত শহরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় প্রায় তৈরির পথে সুবিশাল জগন্নাথ মন্দির।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
cyclone remal news, Digha

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Travel: দিঘা বরাবরই বাঙালির ভারী পছন্দের একটি পর্যটনকেন্দ্র (Tourist Spot)। ফাঁক পেলেই ঝটিকা সফরে ভ্রমণপ্রিয় বাঙালির দল ঢুঁ মারে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। তবে দিঘা (Digha) বেড়ানো এবার আরও বেশি মনোগ্রাহী হতে চলেছে। সমুদ্রনগরী দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার তৎপর দিঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।

Advertisment

দিঘার সমুদ্রে নতুন প্রজাতির একটি প্রাণীর খোঁজ মিলেছে। সেই প্রাণীটিকে চিহ্নিতও করে ফেলেছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নামে নামকরণ করা হয়েছে অমেরুদণ্ডী ওই প্রাণীটির। 'মেলানোক্ল্যালমিস দ্রৌপদী' (Melanochlamys droupadi) নামে পরিচিত হবে প্রাণীটি। এই বিশেষ সামুদ্রিক প্রাণীটি উদ্ধারের পর দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে তাঁর নামেই প্রাণীটির নাম দেওয়া হয়েছে।

ওল্ড দিঘার (Old Digha) হাসপাতাল ঘাট থেকে উদ্ধার করা হয়েছিল প্রাণীটিকে। ওল্ড দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে (Marine Aquarium & Regional Centre) এটিকে বর্তমানে রাখা রয়েছে। বহু পর্যটক (Tourists) দিঘা বেড়াতে এলে এই মেরিন অ্যাকোরিয়ামেও যান। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের (Digha State General Hospital) আগেই রয়েছে এই দিঘা মেরিন অ্যাকোরিয়াম। এখানে এলে পর্যটকরা বিনামূল্যেই এখানে সামুদ্রিক ওই নয়া প্রজাতির প্রাণীর পাশাপাশি আরও একাধিক প্রাণী দেখতে পাবেন।

আরও পড়ুন- Premium: বিধ্বস্ত ভূমিতে বেঁচে থাকার প্রাণপাত লড়াই! দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াতে মরিয়া ‘মৃত্যুঞ্জয়ী’রা 

নতুন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর খোঁজ মিলেছে দিঘার সমুদ্রে। গবেষণা চালাতে গিয়ে নতুন প্রজাতির এই হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের (Head Shield Sea Slag) খোঁজ পান জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Zoological Survey of India) বিজ্ঞানীরা। দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে প্রাণীটিকে সংরক্ষণ করা হয়েছে। দিঘার সমুদ্রে এই শামুক জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলেও।

publive-image
এই সেই অমেরুদণ্ডী প্রাণী।

জানা গিয়েছে, নতুন প্রজাতির এই অমেরুদণ্ডী প্রাণীটি দেখতে মোটেও সাধারণ শামুকের মতো নয়। বাইরের নরম বাদামি অংশের নীচে নরম এক প্রকার খোল রয়েছে এই সামুদ্রিক প্রাণীটির। ওল্ড দিঘা থেকে উদয়পুর (Udaipur) সৈকত পর্যন্ত ২ কিলোমিটার এলাকার মধ্যে নতুন প্রজাতির হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। সম্প্রতি এবিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ‘ম্যালাকোলজিক্যাল সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দি স্টাডি অফ মোলুস্কান ডাইভারসিটি’র (Society for the Study of Molluscan Diversity) একটি জার্নালে।

আরও পড়ুন- Kolkata Weather Today: তাপপ্রবাহের দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে! জ্বালা জুড়োতে স্বস্তির বৃষ্টি কবে? মিলল বড় আপডেট

publive-image
দিঘার মেরিন অ্যাকোরিয়ামে গেলে দেখা মিলবে এই স্কেলিটনের।

জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ দিঘা মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওন্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু বলেন, "২০২২ সালে প্রথম শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া যায় দিঘার সমুদ্রে। এরপর নানা ধরনের পরীক্ষা ও DNA টেস্টের মাধ্যমে নতুন প্রজাতির প্রাণীটিকে চিহ্নিত করা হয়। প্রাণীটি লম্বায় ৭ মিলিমিটার। নানা ধরনের সামুদ্রিক প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। নতুন এই প্রাণীটিকে পর্যটকদের দেখার জন্য দিঘার মেরিন অ্যাকোরিয়ামে সংরক্ষিত করা হয়েছে।"

Digha West Bengal Digha Tourism travel
Advertisment