দুর্গাপুজোর মধ্যেই এবার জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়েছে? অন্তত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। পুজোর প্রতিটি দিনেই কলকাতার এপ্রান্ত থেকে ওপ্রান্তে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এমনিতেই পুজোর কয়েকদিন কলকাতাজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করে লালবাজার। তবে এবার নাকি জঙ্গি হানার সতর্কতা জারি করেছে লালবাজার।
আনন্দবাজার-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই লালবাজারের তরফে কলকাতার প্রতিটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। গোয়েন্দাবার্তায় জঙ্গি হানার ছকের কথা জানার পরেই নড়েচড়ে বসেন লালবাজারের কর্তারা।
তড়িঘড়ি নিজেদের মধ্যে জরুরি বৈঠক সেরে ফেলেন পুলিশের শীর্ষ কর্তারা। তারপরেই শহর কলকাতার প্রতিটি থানাকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে দাবি সংবাদসংস্থাটির। যদিও এব্যাপারে লালবাজারে তরফে বা রাজ্য সরকারে তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি।
আরও পড়ুন- ধুয়ে মুছে সাফ দ্বন্দ্ব, মহাষ্টমীতে কুণালের পাড়ার পুজোয় পুষ্পাঞ্জলি রাজ্যপালের
এমনিতেই দুর্গাপুজোর বিপুল ভিড় সামাল দিতে বা উৎসবের দিনগুলিতে যে কোনও ধরনের অপ্রীতিকির পরিস্থিতি এড়াতে শহর কলকাতার আনাচে-কানাচে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন রাখা হয়। এবারও তার কোনও অন্যথা হয়নি। এবারও শহর কলকাতাজুড়ে বাড়তি প্রায় আট হাজর পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তবে জঙ্গি হামলার সতর্কতার পরেই নিরাপত্তার বন্দোবস্ত আরও আঁটোসাঁটো করা হয়েছে বলে দাবি সংবাদ সংস্থাটির।